পাতা:পুরোহিত-দর্পণ.djvu/২৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৪• পুরোহিত-দর্পণ । २ग्न १७ ।। দশলক্ষজপেনৈব স্তোত্রসিদ্ধিৰ্ভবেন্ন শাম । স্তোত্রসিদ্ধির্তব্যেস্ত স विष६ ভোক্ত মীশ্বর । নাগৌধভূক্ষ্মণং কৃত্বা স ভবেন্নাগবাহনঃ। নাগাসমো নাগতরেী মহাসিদ্ধো ভবেন্নরঃ ॥ ইতি ব্ৰহ্মবৈবৰ্ত্তপুরাণে প্রকৃতিখণ্ডে মনসাস্তোত্ৰম্। ঋষিপঞ্চমী-ব্ৰত। শুদ্ধকালে ভাদ্র শুক্ল পঞ্চমীতে এই ব্রত আরম্ভ করিয়া প্রতি বৎসরের ভাদ্রগুক্লপঞ্চমীতে ব্ৰত করিয়া সপ্তমবর্ষে প্রতিষ্ঠা করিতে হয় । চতুর্থীর দিন ংযম করিয়া তৎ-পরদিবস ব্র আচরণপূর্বক শাকাহার করিবে । পূজাবিধি ।—প্রথমে স্বস্তিবাচন করিয়া সঙ্কল্প করবে।— বিষ্ণুরো তৎসদদ্য ভাত্রে মাসি শুক্লে পক্ষে পঞ্চম্যাস্তিথোঁ অমুকগোত্রা শ্ৰীঅমুকীদেবী রজস্বলা-স্পর্শনদোষোপশমনকামা অদ্যারভ্য সপ্তবর্ষ পর্য্যন্তং প্রতিবর্ষীয়ভাদ্রগুক্লপঞ্চম্যাং গণেশাদিনীনাদেবতাসহিতসপ্তর্ষি-পূজাপুৰ্ব্বকং ভবিষ্যপুরাণোক্তকথাশ্রবণরূপঋষিপঞ্চমীব্রতমহং করিষ্যে । অনন্তব সঙ্কল্পের স্বক্তাদি পাঠ করিয়া আসনগুদ্ধি, ভূতগুদ্ধি, অঙ্গন্যাসকরষ্ঠাসাদি করিয়া, গণেশ, শিবাদিপঞ্চদেবতা, আদিত্যাদি নবগ্রহ, ইন্দ্রাদিদশদিকপাল প্রভৃতি দেবতাগণের পূজা করিয়া সপ্তর্ষিগণের পূজা করিবে । যথা—কশুপায়, অত্রয়ে, ভরদ্বাজায়, বিশ্বামিত্রায়, গেীতময়, জমদগ্নয়ে, বশিষ্ঠায়। প্রত্যেকের যথাশক্তি উপচাবে পূজা করিয়া, বিষ্ণু ও লক্ষ্মীদেবীকে পূজা করিবে। অনন্তর ভোজ্য উৎসর্গ করিয়া কথা শ্রবণ করবে। কথান্তে দক্ষিণাত্ত ও অচ্ছিদ্রাবধারণ করিবে । ব্রত-কথা।—শ্ৰীকৃষ্ণ উবাচ। শৃণু রাজন প্রাক্ষ্যামি পঞ্চমীং ঋষি সংজ্ঞিকাম্। করিয়ামি যাং ক্লা নারী পাপাৎ প্রমুচ্যতে ॥ যুধিষ্ঠির উবাচ । কীর্ণী পঞ্চমী কৃষ্ণ কথং বৈ ঋষিসংজ্ঞিকা । পীতকালুচ্যতে কন্মান্নারী যদুকুলোস্তব পাপানি চ বহূন্যত্র বিদ্যন্তে কিল কেশব। কৃপয়া ঋষিপঞ্চম্যাং কক্ষাৎ পাপাৎ প্রযুচ্যতে শ্ৰীকৃষ্ণ উবাচ। অজানাজ, জ্ঞানতো