পাতা:পুরোহিত-দর্পণ.djvu/২৪৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৪৬ ৷ পুরোহিত-দর্পণ । ২য় খণ্ড । পরে কৃতাঞ্জলি হইয়া,—“ওঁ সঙ্কল্পিতার্থস্ত সিদ্ধিরস্ত”–এবং “ওঁ দেবে। বো”—ইত্যাদি মন্ত্র পাঠ করিবে। তৎপরে সামান্তীৰ্ঘ্য, আসনগুদ্ধি, ভূতশুদ্ধি, করন্যাস, অঙ্গন্যাসাদি করিয়া, গণেশ, শিবাদিপঞ্চদেবতা, আদিত্যাদিনবগ্রহ, ইন্দ্রাদিদশদিকপাল প্রভৃতি দেবতাগণকে পাদ্য অধ্যাদি দ্বারা পূজা করিৰে । 制 মূৰ্ত্তিমতী প্রতিমা হইলে, এই সময়ে ঘটস্থাপনপূর্বক চক্ষুদান • ও প্রাণপ্রতিষ্ঠাদি করিয়া লইতে হয়। যথা—একটী বিশ্বপত্রে কিঞ্চিৎ কজ্জল ( কাজল) লইয়া, অন্ত আর একটী বিল্বপত্রের বৃত্ত ( বোটা ) দ্বারা ঐ কাজল দেবীর চক্ষুর মণিতে মূলমন্ত্র উচ্চারণপূর্বক প্রদান করণানন্তর, কয়েকগাছি দুৰ্ব্বা ও কিঞ্চিৎ আতপতঙুল একত্র লইয়া, দেবী-হৃদয়ে হস্তদ্বারা উহা সংস্থাপন করিয়া, এই মন্ত্র পাঠ করিবে । ওঁ আং হ্ৰীং ক্রোং যং রং লং বং শং ষং সং হোং হংসঃ সরস্বত্যাঃ প্রাণাঃ ইহ প্রাণাঃ ! ওঁ অং হ্ৰীং ক্রোং যং রং লং বং শং যং সং হোং হংসঃ সরস্বত্য জীব ইহ স্থিতঃ ! ওঁ আং হ্ৰীং ক্রোং যং রং লং বং শং ষং সং হৌং হংসঃ সরস্বত্যাঃ সৰ্ব্বেন্দ্রিয়াণি ইহ স্থিতানি । ওঁ আং-হ্রীং ক্রোং যং রং লং বং শং ষং সং হোং হংসঃ সরস্বত্য বাঙ মনশ্চক্ষুত্ত্বক-শ্রোত্রভ্রাণপ্রাণ ইহাগত্য সুখং চিরং তিষ্ঠন্তু স্বাহা । অতঃপর অস্পর্শিত ভাবে দেবীর গণ্ডদ্বয়ের নিকট হস্ত রাখিয়া এই মন্থ পাঠ করিবে । ওঁ, মনোজ তিদুৰ্ষতামাজ্যস্ত বৃহস্পতির্যজমিমং তনেতু। অরিষ্টং যজ্ঞং সমিমং দধাতু বিশ্বে দেবাস ইহ মাদয়ন্তামোমৃ প্রতিষ্ঠ। অস্তৈ প্রাণাঃ প্রতিষ্ঠন্তু অস্তৈ প্রাণাঃ ক্ষরস্তু চ । অস্তৈ দেবত্বসখ্যায়ৈ স্বাহা । এইরূপে প্রাণপ্রতিষ্ঠা করিতে হয় । অন্ত কোম দেবতার প্রাণপ্রতিষ্ঠা • ত্ৰিনয়নবিশিষ্ট দেবদেবীগণের প্রথৰে উৰ্ধস্থিত নয়নে কজ্জল দিন চক্ষুদান কম্বিৰে। বিমঙ্গল হইলে প্রথমে দক্ষিণে পয়ে বামে । ৯ f