পাতা:পুরোহিত-দর্পণ.djvu/২৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১ম খণ্ড।
পুরোহিত দর্পণ।
২৩

পরিত্যাগ করিতে করিতে তিনবার পাঠ করিবেন—ওঁ পুণ্যাহম্ ওঁ পুণ্যাহম্ ওঁ পুণ্যহম্।

“ওঁ কর্ত্তব্যেঽস্মিন অমুককর্মণি ওঁ স্বস্তি ভবন্তোঽধিব্রুবন্তু” ইহা তিনবার পাঠ করিলে পূর্ববৎ আতপ চাউল বিকীর্ণ করতঃ ব্রাহ্মণগণ তিনবার পাঠ করিবেন,—ওঁ স্বস্তি ওঁ স্বস্তি ওঁ স্বস্তি

“ওঁ কর্ত্তব্যেঽস্মিন্ অমুককর্ম্মণি—ওঁ ঋদ্ধিং ভবন্তোঽধিব্রুবন্তু” ইহা পূর্ব্ববৎ তিনবার পাঠ করিলে ব্রাহ্মণগণ হস্তস্থিত চাউল বিকীর্ণ করিতে করিতে পাঠ করিবেন—ওঁ ঋদ্ধ্যতাম্ ওঁ ঋদ্ধ্যতাম্ ওঁ ঋদ্ধ্যতাম্। অনন্তর স্ববেদোক্ত স্বস্তি বাচন পাঠপূর্বক আতপ তণ্ডুল নিক্ষেপ করিয়া এই মন্ত্র পাঠ করিবে, যথা।– ওঁ সূর্য্যঃ সোমো যমঃ কালঃ সন্ধ্যে ভূতান্যহঃক্ষপাঃ। পবনো দিক্পতির্ভূমিরাকাশং খচরামরাঃ। ব্রাহ্মং শাসনমাস্থায় কল্পধ্বমিহ সন্নিধিম্॥ ওঁ তৎসৎ অয়মারম্ভঃ শুভায় ভবতু॥

স্ত্রী শূদ্র হইলে “নমো নমঃ” মাত্র বলিবে, পুরোহিতই মন্ত্র পাঠ করিবেন। যে ক্রিয়ার জন্য স্বস্তিবাচন, “অমুক কর্মণি” স্থলে তাহারই নাম উল্লেখ করিবে। এই স্বস্তিবাচন ত্রিবেদীয়েরাই করিতে পারেন। বেদোক্ত বিশেষ স্বস্তিবাচন  মন্ত্র পৃথক্ পৃথক্ লিখিত হইল।

সামবেদীয়-স্বস্তিবাচন।

ওঁ সোমং রাজানং বরুণমগ্নিমন্বারভামহে। আদিত্যং বিষ্ণুং সূর্যং ব্রহ্মাণঞ্চ বৃহস্পতিম্॥ ওঁ স্বস্তি, ওঁ স্বস্তি ওঁ স্বস্তি॥

যজুর্বেদীয়-স্বস্তিবাচন।

ওঁ স্বস্তি ন ইন্দ্রো বৃদ্ধশ্রবাঃ স্বস্তি নঃ পূষা বিশ্ববেদাঃ। স্বস্তি নস্তার্ক্ষ্যো অরিষ্টনেমিঃ স্বস্তি নো বৃহস্পতির্দধাতু॥ ওঁ গণানাং ত্বা গণপতিহঁং হবামহে, ওঁ প্রিয়াণাং ত্বা প্রিয়পতিহঁং হবামহে, ওঁ নিধিনাং ত্বা নিধিপতিহঁং হবামহে। বসো মম॥ ওঁ স্বস্তি ওঁ স্বস্তি ওঁ স্বস্তি॥

ঋগ্বেদীয়-স্বস্তিবাচন।

ওঁ স্বস্তি নো মিমীতামশ্বিনা ভগঃ স্বস্তি দেব্যদিতিরনর্বণঃ।