পাতা:পুরোহিত-দর্পণ.djvu/২৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
২য় খণ্ড
সপ্তমী
২৫৯

যা যুতা সপ্তমী চ কর্তব্য সর্বদা তিথিঃ। ষষ্ঠ চ সপ্তমী যত্র তত্র সন্নিহিত রবি।

যীযুক্তা সপ্তমীতেই সপ্তমীবিহিত কৰ্ম্ম করিবে। ষষ্ঠী ও সপ্তমী একদিনে মিলিত হইলে, সেই দিন হরি (রবি) সন্নিহিত হইয়া থাকেন।

বিজয় সপ্তমী।

শুক্লপক্ষস্য সপ্তম্যাং সূৰ্যবারাে যদা ভবেৎ।
সপ্তমী বিজয়া নাম তত্র দত্তং মহাফলম্ ॥স্কান্দে।


যদি শুক্লপক্ষীয় সপ্তমীতে রবিবার হয়, তবে তাহার নাম বিজয়া সপ্তমী । তাহাতে, সান, দান ও সূৰ্য্য-পূজা করিলে মহাফল লাভ হয়। সূৰ্য্য-পূজা যথাশক্তি করা যাইতে পাবে।

সূৰ্য্য-পূজা।

পূজার ক্রম বার বার লিখিয়া পুস্তকের কলেবর বৃদ্ধি করা নিপ্রয়ােজন- বােধে লিখিত হইল না। সঙ্কল্প মাকরীবৎ জানিবে।

সুৰ্য্যের ধ্যান।-ওঁ রক্তাম্বুজাসনমশেষগুণৈকসিন্ধুং ভানুং সমস্তজগতামধিপং ভজামি। পদ্মদ্বয়াভয়-বরান দধতং করাজৈমাণিক্যমৌলিমরুণাঙ্গরুচিং ত্রিনেত্রম্ ।

সূৰ্য্যার্ধের মন্ত্র।--ওঁ নমাে বিবস্বতে ব্ৰহ্মন ভাস্বতে বিষ্ণু- তেজসে। জগৎসবিত্ৰে শুচয়ে সবিত্ৰে কৰ্ম্মদয়িনে। ইদ- মঘং ওঁ শ্রীসূৰ্য্যায় নমঃ।

যজুৰ্বেদীয়েরা “ইদমর্থং” স্থলে এবােহর্ঘ্যঃ” বলিবেন। এবিষয়ে প্রমাণ “অর্ঘ্যঃ পিণ্ডং যজুমতে” ইতি।

সুৰ্য্যের প্রণাম—ওঁ জবাকুসুমসঙ্কাশং কাশ্যপেয়ং মহাদ্যুতিম্। ধ্বান্তারিং সর্বপাপঘ্নং প্রণতোহস্মি দিবাকরম্ ॥


কুকুটী-ব্রত।

ভাদ্রে মাসি সিতে' পক্ষে সপ্তম্যাং নিয়মেন যা।
নাত্বা শিবং লেখয়িত্ব মণ্ডলেঞ্জু সহাৰিকা।
পুজয়ে তা অন্য দুষ্প্রাপ্যং নৈব বিদ্যতে ইতি ভৱিষ্যপুরাণে।