পাতা:পুরোহিত-দর্পণ.djvu/২৬৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

వఆఆ পুরোহিত-দপণ | ২য় খণ্ড | আদিত্য ভাস্কর রবে ভানো সূৰ্য্য দিবাকর ॥ প্রভাকরেতি সংপুজ্যো দেবঃ সৰ্ব্বেশ্বরে হরিঃ । ষষ্ঠ্যাঞ্চৈব কৃতাহারঃ সপ্তম্যামুপবালকৃৎ । অষ্টমাঞ্চৈব ভুঞ্জীত এষ এব বিধিঃ স্বতঃ । অনেন বৎসরং পূর্ণং বিধিনা যোহর্চায়দ্ধরিম্ ॥ তস্তারোগং ধনং ধান্তমিহ জন্মনি জায়তে। পরক্ৰ চ শুভং স্থান ং যদুগত্বা ন নিবৰ্ত্ততে। অদৃষ্টা মাং ন ভুঞ্জীত বিশ্বত্রং নৈব দর্শয়েৎ । মদর্চাকুতনির্যাপ্যং শরীরে নৈব বেষ্টয়েৎ ॥ * ইতি আরোগ্যসপ্তমীব্ৰতকথা সমাপ্তা। বিধানসপ্তমী-ব্ৰত । প্রথমে স্বস্তিবাচনপূর্বক “ওঁ স্বৰ্য্যঃ সোমঃ" ইত্যাদি মন্ত্র পাঠ করিয়া সঙ্কল্প করিবে । যথা,— বিষ্ণুরোম্ তৎসদস্থ মাঘে মাসি শুক্লে পক্ষে সপ্তম্য স্তিথাবারভ্য পৌষষ্ঠ শুক্লাং সপ্তমীং যাবৎ প্রতিমাসীয়শুক্লসপ্তম্যাং অমুকগোত্ৰঃ শ্ৰীঅমুকদেবশৰ্ম্ম আরোগ্যসম্পৎকামঃ ( অভীষ্টফলপ্রাপ্তিকামো বা ) বিধানসপ্তমীব্রতমহং করিষ্যে। পরে স্বত্ত পাঠ করিয়া সামান্তীৰ্ঘ্য ও আসন শুদ্ধ্যাদি সমাপনান্তে গণেশাদিদেবতার পূজাপূর্বক স্বৰ্য্যকে যোড়শোপচার দ্বারা পূজা করিয়া স্তব পাঠ করিবে । এইরূপে ব্রতারম্ভ করিয়া পর পর প্রত্যেক মাসের সপ্তমীতে পূজা করিয়া. এই নিয়ম পালন করিলে। যথা— মাঘ মাসে আকন্দ পাতার অন্ধুর মাত্র ভোজন করিবে ( ১)। ফাল্গুনমাসে ভূপতিত হইবার পূর্বেই কপিলাগাভীর গোময় সংগ্ৰহ করিয়া যবপরিমিত গোময় ভোজন করিবে ( ২ ) । চৈত্রমাসে একটা মরিচ ( ৩ ) । বৈশাখমাসে কিঞ্চিৎ জল ( ৪ ) । জ্যৈষ্ঠমাসে পঙ্ককুদলীফলের মধ্যবর্তী কণা মাত্র (৫) । আষাঢ়মাসে ঘরপরিমিত কুশমূল (৬) । শ্রাবণমাসে অপরাহ্ন সময়ে অল্প হবিন্যান্ন ( ৭ )। ভাদ্রমাসে শুদ্ধ উপবাস ( v ) । আশ্বিনমাসে ২॥• আড়াই প্রহরের সময় একবার মাত্র ময়ূরাগুপরিমিত হবিন্যান্ন (৯) । কাৰ্ত্তিকমাসে অৰ্দ্ধপ্রস্থতি মাত্র কপিলাঙ্ক ( ১• ) । অগ্রহায়ণমাসে পূৰ্ব্বাস্ত হইয়া বায়ুক্তক্ষণ { ১১ ) । পৌষ মাসে অতি অল্প গব্যস্কৃত ভক্ষণ করিবে । ( ১২ ) ।