পাতা:পুরোহিত-দর্পণ.djvu/২৬৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

혁한 সপ্তমী* 는 অনন্তর অনুন স্বাদশজন ব্রাহ্মণকে উত্তমরূপে ভোজন করাইবে। পরে দক্ষিণাস্ত ও অচ্ছিদ্রাবধারণ করিবে । ബ ജബ് শীতলাসপ্তমী-ব্রত। শ্রাবণ মাসে শুক্লা সপ্তমীতে এই ব্রত করবে। উভয়দিন সপ্তমী থাকিলে যে দিন মধ্যাহ্নকাল পাইলে, সেই দিন ব্রত করিবে । এই ব্ৰত স্ত্রীলোকের কৰ্ত্তব্য ৷ ব্ৰ তদিবসে ব্রাহ্মণদ্বারা স্বস্তিবাচন করাইয়া-- অদ্যেত্যাদি অবৈধব্যপূত্ৰধনধান্যাদিপ্রাপ্তিকামা শীতলা ব্রতমহং করিষ্যে । এই বলিয়া সঙ্কল্পানত্তর সূক্ত পাঠ করাইয়া অষ্টদল পদ্মাঙ্কিত বেদীর উপরে অভয় নূতন ঘট স্থাপন ও গণেশাদির পূজাপূর্বক সুবর্ণময়ী শীতলা প্রতিমার পূজা করিবে। ( অভাবে কেবল ঘটের উপরেও পূজা হইতে পরিবে । ) বন্দেহহং শীতলাং দেবীং রাসভস্থাং দিগম্বরীম্। মার্জনীকলসোপেতাং সূৰ্পালঙ্ক তমস্তকাম্ ॥ এইরূপ ধান করবে। পরে “শীতলে ইহাগচ্ছ ইহাগচ্ছ” ইত্যাদি বলিয়া আবাহনপূর্বক “ওঁ শীতলায়ৈ নমঃ” বলিয়া ষোড়শোপচারে পুজা করিবে । অর্থ্যদানে বিশেষ মন্ত্র যথা,—“শীতলে শীতলাকারে অবৈধব্যসুতপ্রদে । শ্রাবণস্য সিতে পক্ষে অর্থ্যং গৃহ নমোহস্তু তে ॥” নৈবেদ্যদানে বিশেষ মন্ত্র যথা—“শীতলে পঞ্চপকান্নদধোদনযুতুং শুভম্। নৈবেদ্যং গৃহতাং দেবি ঘৃতমিশ্রঞ্চ সুন্দরি ॥” পুজার পর, প্রার্থনামন্ত্র যথা—“শীতলে দহ মে পাপং পুত্র-পৌত্রমুখপ্রদে। ধনধান্ত প্রদে দেবি পুজাং গৃহ্ন নমোহস্ত তে।” তাহার পর সম্পূর্ণ ব্রতফলপ্রাপ্তির নিমিত্ত ব্রাহ্মণকে সভোজ্য দক্ষিণ দান করিবে। তাহার মন্ত্র যথা,-“দধ্যয়ং দক্ষিণাযুক্তং বাণকং ফলসংযুতম্। শীতলা প্রতিয়ে তুভ্যং ব্রাহ্মণায় দদাম্যহম্ ।” তাহার পর কথা শ্রবণ করিবে । , ব্ৰতকথা।--শ্ৰীকৃষ্ণ উবাচ। প্রসিদ্ধং শ্রয়তাং রম্যং নগরং হস্তিনাপুরম। ইক্সস্থায়শ রাজাভূমপতিলোকপালকঃ ॥ ধৰ্ম্মশীলাভিধা চাসীৰ্ত্তস্য ভাৰ্য্যা যশস্বিনী। ক্রিয়াকাণ্ডে রত। সার্থী দানশীল প্রিয়ম্বদা । বন্ধুব প্রথমঃ পুত্রে