পাতা:পুরোহিত-দর্পণ.djvu/২৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১ম খণ্ড।
বিবিধ।
২৫

ঔডুম্বর অর্থাত্ তাম্রাদি পাত্রে জলপূর্ণ করিয়া, মূল ও অগ্রভাগের সহিত তিনটী কুশ, ফল ও তিল লইয়া সঙ্কল্প করিতে হয়। জলাশয়, উপবন ও কূপ প্রতিষ্ঠাকালে পূর্বাভিমুখ, অন্যান্য সাধারণ কার্যে উত্তরমুখ হইয়া সঙ্কল্প করিবে। সঙ্কল্পের মন্ত্র পাঠ করিয়া পাত্রস্থ জল ঈশানকোণে কিঞ্চিত্ লিক্ষেপ করিতে হয়।

"হরীতকীফলং শ্রেষ্ঠং সঙ্কল্পে বিধিপূর্বকম্।
তদাভাবে চ রম্ভা বা ন গুবাকং কদাচন॥"

সঙ্কল্প করিতে হরীতকীই শ্রেষ্ঠ, তাহার অভাবে রম্ভা দিবে, কিন্তু সুপারি কদাচ দিতে নাই।

সঙ্কল্প করিয়া সূক্ত-মন্ত্র পাঠ করিতে হয়। সূক্তমন্ত্র বেদভেদে পৃথক্ পৃথক্।

সামবেদীয়-সঙ্কল্পসূক্ত।

ওঁ দেবো বো দ্রবিণোদাঃ পূর্ণাং বিবষ্ট্বাসিচম্। উদ্বা সিঞ্চধ্বমুপ বা পৃণধ্বমাদিদ্বো দেব ওহতে॥ ওঁ সঙ্কল্পিতার্থস্য সিদ্ধিরস্তু॥

যজুর্বেদীয়-সঙ্কল্পসূক্ত।

ওঁ যজ্জাগ্রতো দূরমুদৈতি দৈবং তদু সুপ্তস্য তথৈবৈতি। দূরঙ্গমং জ্যোতিষাং জ্যোতিরেকং তন্মে মনঃ শিবসঙ্কল্পমস্তু॥

ঋগ্বেদীয়-সঙ্কল্পসূক্ত।

ওঁ যা গুঙ্গুর্যা সিনীবালী য়া রাকা যা সরস্বতী। ইন্দ্রাণীমহ্ব ঊতয়ে বরুণানীং স্বস্তয়ে॥

সঙ্কল্পমাস।

আব্দিকে পিতৃকৃত্যে তু মাসশ্চান্দ্রমসঃ স্মৃতঃ।
বিবাহাদৌ স্মৃতঃ সৌরো যজ্ঞাদৌ সাবনো মতঃ॥

পিতৃকার্যে অর্থাত্ শ্রাদ্ধাদিতে চান্দ্রমাস, বিবাহাদিতে সৌরমাস ও যজ্ঞাদিতে সাবন মাসের উল্লেখ করিবে।

সৌর, চান্দ্র ও সাবন;—মাসের এই ত্রিবিধ নাম।

চন্দ্রের ত্রিশ তিথিতে এক চান্দ্রমাস হয়। চান্দ্রমাস দুই প্রকার—মুখ্যচান্দ্র ও গৌণচান্দ্র। শুক্লা প্রতিপদ হইতে অমাবস্যা পর্যন্ত ত্রিশ তিথিকে