পাতা:পুরোহিত-দর্পণ.djvu/২৭৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২য় খণ্ড । यछैनौं । ২৭৩ অষ্টম্যাস্তিথোঁ অমুকগোত্ৰঃ শ্ৰীঅমুকদেবশৰ্ম্ম শ্ৰীকৃষ্ণজন্মাষ্টমী ব্রতমহং করিষ্যে । পরে “দেবো বো” ইত্যাদি (১৯১ পৃষ্ঠা ১১ পঙক্তি) পড়িয়া পাঠ করিবে,— ওঁ ধৰ্ম্ময় ধৰ্ম্মেশ্বরায় ধৰ্ম্মপতয়ে ধৰ্ম্মসন্তবায় গোবিন্দীয় নমো নমঃ । ওঁ বাসুদেবং সমুদিপ্ত সৰ্ব্বপাপপ্রশাস্তয়ে। উপবাসং করিষ্যামি কৃষ্ণাষ্ট্রম্যাং নভস্যহম্ ॥ অদ্য কৃষ্ণাষ্টমীং দেবীং নভশ্চন্দ্রসরোহিণীম্‌ । অৰ্চয়িত্বোপবাসেন ভোক্ষ্যেহহমপরেহহনি ॥ এনসো মোক্ষকামোহস্মি যদুগোবিন্দ ত্ৰিযোনিজমৃ। তম্মে মুঞ্চতু মাং ত্ৰাহি পতিতং শোকসাগরে। আজন্মমরণং তাবৎ যন্ময় দুষ্কৃতং কৃতম্। তৎ প্রণাশয় গোবিন্দ প্ৰসীদ পরমেশ্বর । পরে অৰ্দ্ধরাত্রে যথাবিধানে সামান্তীৰ্ঘ্য, আসনগুদ্ধি, ভূতগুদ্ধি ও ন্যাসাদি করিয়া গণেশ, শিবাদিপঞ্চদেবতা, আদিত্যাদি নবগ্রহ, ইন্দ্রাদি দশদিকৃপাল প্রভৃতি দেবতাগণের পুঙ্গাপুৰ্ব্বক অঙ্গন্যাস ও করষ্ঠাস করিয়া বালক ঐকৃষ্ণের ধ্যান করিবে । ধ্যান –ওঁ মাঞ্চাপি বালকং সুপ্তং পৰ্য্যন্ধে স্তনপায়িনম্। শ্ৰীবৎসবক্ষঃপুর্ণাঙ্গং নীলোৎপলদলচ্ছবিম্। প্রথমে ধ্যানের পুষ্পট নিজ মস্তকে দিয়া মানসোপচারে পূজা করিয়া বিশেষাৰ্য্যস্থাপনপূর্বক আধার শক্ত্যাদি পীঠ পুজা করিবে ; (১৯৩ পৃষ্ঠা ১৫ ছত্রের পর ১৯৪ পৃঃ ৭ ছত্র পর্য্যস্ত ) ৷ অনন্তর পুনরায় ধ্যান করতঃ আবাহন করিয়া ষোড়শোপচারে পূজা করিবে। পূজার অন্তান্ত দ্রব্য ‘ওঁ শ্ৰীকৃষ্ণায় নমঃ" বলিয়া দিবে, কেবল নিম্নলিখিত কয়েকটী বিশেষ মন্ত্র দ্বারা তত্তৎ দ্রব্য প্রদান করিবে । যথা— অর্থ্য অৰ্চনা করিয়া-ওঁ যজ্ঞায় যজ্ঞেশ্বরায় যজ্ঞপতয়ে যজ্ঞসন্তবায় গোবিন্দায় নমো নমঃ ইদমৰ্য্যং ওঁ শ্ৰীকৃষ্ণায় নমঃ । । স্থানীয় জল অর্চনা করিয়া-ওঁ যোগায় যোগেশ্বরীয় যোগপতয়ে যোগসন্তবায় গোবিন্দীয় নমো নমঃ । । . . . . . . .