পাতা:পুরোহিত-দর্পণ.djvu/২৭৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৭৪ পুরোহিত দর্পণ । ३ग्न ५७ ।। নৈবেদ্য অৰ্চনা করিয়া—ওঁ বিশ্বায় বিশ্বেশ্বরীয় বিশ্বপতয়ে বিশ্বসস্তবায় গোবিন্দীয় নমো নমঃ । শয়নও নৈবেদ্যপ্রদানের মস্ত্রে করাইবে । অতঃপর “ওঁ নমো দেব্যৈ শ্রিয়ৈঃ নমঃ” এই মন্ত্রে দশোপচারে বা ষোড়শোপচারে স্ত্রীর পূজা করিবে। তৎপরে যথাশক্তি জপ করিয়া “গুহাতিগুহ” মন্ত্রে জপ সমৰ্পণ করিয়া ভগবান শ্ৰীকৃষ্ণ দেবের নাড়ীচ্ছেদন চিন্তা কবিয়া “ওঁ ষষ্ঠ্যৈ নমঃ" বলিয়া ষষ্ঠদেবীর পুজা করিবে । অনন্তর শ্ৰীকৃষ্ণদেবের নামকরণ, চুড়াকরণ, উপনয়ন এবং বিবাহ মনে মনে চিত্ত| করিবে । তৎপরে—“ওঁ দেবক্যৈ নমঃ, ওঁ বসুদেবায় নমঃ, ওঁ যশোদায়ৈঃ নমঃ, ওঁ রোহিণ্যৈ নমঃ, ওঁ নন্দায় নমঃ, ওঁ চণ্ডিকায়ৈঃ নমঃ, ওঁ দক্ষায় নমঃ, ওঁ গৰ্গায় নমঃ, ওঁ চতুর্মুখায় নমঃ,– এই ক্রমে এই সমস্ত দেবতাদিগকে পঞ্চোপচারে পুজা করিবে । অনন্তর স্বশাখোক্ত বহ্নিস্থাপন করিয়া ঘৃতসংযুক্ত রক্তকরবীর পুষ্পাদি ও সমিধ স্বারা যথাবিধি অষ্টোত্তবশত বা অষ্টাবিংশতিসংখ্যক হোম এই মন্ত্রে করিবে । যথা— ওঁ ধৰ্ম্মায় ধৰ্ম্মেশ্বরায় ধৰ্ম্মপতয়ে ধৰ্ম্মসস্তবায় গোবিন্দায় নমো নমঃ স্বাহা । পরে গুড়মিশ্রিত ঘূতদ্বারা বসুধারা দিবে | অনন্তর চন্দ্রোদয় হইলে পুষ্প, কুশ, চন্দন, জল, দুৰ্ব্বা, আতপতঙুল ও তুলসী—এই সমস্ত দ্রব্য শঙ্খস্থ জলে লইয়া, বীরাসনে উপবিষ্ট হইয়া চন্দ্রদেবকে অর্থ্যদান করিবে । অধ্যমন্ত্ৰ-ওঁ ক্ষীরোদার্ণবসস্তুত অত্রিনেত্রসমুদ্ভব। গৃহাণাৰ্য্যং শশাঙ্কেদং রোহিণ্য সহিতো মম। চন্দ্রের প্রণাম —ওঁ জ্যোৎস্নায়াঃ পতয়ে তুভ্যং জ্যোতিষাং পতয়ে নমঃ । নমস্তে রোহিণীকান্ত সুধাবাস নমোহস্তু তে ॥ নভোমণ্ডলদাপায় শিরোরন্থায় ধূর্জটে । কলাভিৰপ্তমানায় মমশচন্দ্রীয় চারবে ॥ . . . . . . . க் *