পাতা:পুরোহিত-দর্পণ.djvu/৩০১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২য় খণ্ড । অষ্টমীণ @e :) এতে গন্ধপুষ্পে ওঁ রজতাসনায় নমঃ । ইত্যাদি প্রণালীতে অৰ্চনা করিয়া “ষ্ট্রং নমো ভগবতি মহেশ্বরি অন্নপূর্ণে স্বাহা, ইদং রজতাসনং ষ্ট্রং অন্নপূর্ণয়ৈ নমঃ ।” এই বলিয়া আসন উৎসর্গ করিয়া দিবে, পরে “ওঁ নমো ভগবতি মাহেশ্বরি অন্নপূর্ণে দেবি ইহ স্বাগতম।” এই বলিয়া স্বাগত প্রশ্ন করিবে । পাদ্য প্রভৃতি পূজার দ্রব্য সমস্তই • সেই সেই দ্রব্যের নাম উল্লেখপূর্বক যথাবিধি অর্চনা করিয়া “ওঁ হীং নমো ভগবতি মাহেশ্বরি অন্নপূর্ণে স্বাহী, এতৎ পাদ্যং হ্ৰীং অন্নপূর্ণায়ৈ নমঃ * এই বলিয়া পাদ্য দিবে। এইরূপ—অর্থ্যং স্বাহা । আচমনীয়ং স্বধা । মধুপর্ক; স্বধা । স্বানীয়ং নমঃ । বস্ত্রং নিবেদয়ামি । আভরণং নমঃ । গন্ধো নমঃ । পুষ্পং বৌযটু। বিল্বপত্ৰং নমঃ । মাল্যং নমঃ । ধূপং নিবেদয়ামি । “এতে গন্ধপুষ্পে ওঁ ঘণ্টায়ৈ নমঃ, জয়ধ্বনি মন্ত্রমাতঃ স্বাহা ।” এই বলিয়া বামহস্ত দ্বারা ঘণ্টা বাদন করিয়া দক্ষিণহস্তে গন্ধমুদ্রা দেখাইয়া পূৰ্ব্ববৎ মন্থে ধূপ নিবেদন পূৰ্ব্বক সংক্ষেপে আরাত্রিক করিবে । * * অনন্তর দ্বীপ অৰ্চনাপূৰ্ব্বক—"ওঁ ষ্ট্রং নমো ভগবতি মাহেশ্বরি অন্নপূর্ণে স্বাহা, এষ দীপঃ হ্ৰীং অন্নপূর্ণায়ৈ নিবেদয়ামি” এই বলিয়া নিবেদন করিয়া .বামহস্তে ঘণ্টাবাদন ও দীপদ্বারা দশবার নীরাজন করিবে ! পরে ত্রিকোণমণ্ডল করিয়৷ তদুপরি নৈবেদ্য রাপিয়া অর্থ্য-জলে প্রোক্ষণ এবং অবগুণ্ঠন ও অমৃতীকরণ মুদ্রায় তদুপরি ‘হ্ৰীং" এই মন্ত্র দশবার জপ করিয়া অৰ্ঘ্যজলের দ্বারা নৈবেদ্য নিবেদন করিয়া দিবে । যথা— ওঁ ঐং নমো ভগবতি মাহেশ্বরি অন্নপূর্ণে স্বাহা, ইদং সোপকরণনৈবেদ্যং হ্ৰীং অন্নপূর্ণায়ৈ নিবেদয়ামি। “ওঁ অমৃতোপস্তরণমসি স্বাহা”—এই মন্ত্রে জল দিয়া পাঠ করিবেনিবেদয়ামি ভগবতি জুযাণেদং হবিঃ শিবে । অনন্তর গ্রাসমুদ্রা দেখাইয়া, দক্ষিণহস্তের কনিষ্ঠা, অনামিকা ও বৃদ্ধ অঙ্গুলির যোগে—“ওঁ প্রাণায় স্বহা” তর্জনী, মধ্যম ও বৃদ্ধ অঙ্গুলির যোগে,—“ওঁ অপানায় স্বাহ৷” মধ্যম, অনামিকা ও বৃদ্ধ অঙ্গুলির যোগে,—ওঁ সমানায় স্বাহ৷” তর্জনী, মধ্যম, অনামিকা ও বৃদ্ধ অঙ্গুলির যোগে,—“ওঁ উদানায় স্বাহা” সমস্ত অঙ্গুলির যোগে—“ওঁ ব্যানায় স্বাহা" বলিবে । পুৰ্ব্ববৎ “পানার্থোদকং নিবেদয়ামি।” “পুনরাচমনীয়ং নিবেদয়ামি ।” “তামূলং নিবেদয়ামি।" অতঃপর অর্ঘ্যের জল একটু কোশার জলে