পাতা:পুরোহিত-দর্পণ.djvu/৩০৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২য় খণ্ড । অষ্টমী । \రిaు কুষ্মাণ্ড, ইক্ষুদণ্ড, রস্তা প্রভৃতি বলি সকল এই সময় উৎসর্গ করিয়া পশু বলির পরে সে সমুদয় ছেদন করিতে হয় । উৎসর্গ মন্ত্র— ওঁ কুষ্মাণ্ড বলয়ে নমঃ —অদ্যেত্যাদি অমুকদেব তা-প্রতিকাম এয কুষ্মাণ্ডবলিঃ অমুকদেবতায়ৈ নমঃ — so বলি ছেদন কবিয়া সমাংস রুপির ও পশুশির দেবী-সমীপে আনয়নপূৰ্ব্বক উত্তরাস্ত করিয়া তদুপরি দীপ জালিয়া উৎসর্গ কবিবে— মূল মন্ত্র উচ্চারণপূর্বক—এয সপ্রদীপচ্ছাগশীর্ষবলিঃ অমুকদেবতায়ৈ নমঃ । সমাংস রুধির দেবীকে দান করিলে । মন্ত্র ঘথ},— এষ সমাংসরুধিরবলিঃ তামুকদেবতায়ৈ নমঃ । তানস্তব বটকাদিকে গন্ধপুষ্প ও তাবশিষ্ট রুপিরবলি চারিভাগ করিয়া দান করিবে । যথা,— এতে গন্ধপুষ্পে হুঃ বাং বটুকায় নমঃ,–এন সমাংসরুধিরবলিঃ হ্রং বাং বটুকায় নমঃ । এতে গন্ধপুষ্পে তুং যাং যোগিনীভ্যো নমঃ,—এষ সমাংসরুপিরবলিঃ হ্রং যাং যোগিনীভ্যো নমঃ । এতে গন্ধপুষ্পে হুং ক্ষাং ক্ষেত্রপালায় নমঃ,-এধ সমাংকুধিরবগিঃ তুং ক্ষাং ক্ষেত্রপালায় নমঃ । এতে গন্ধপুঙ্গে "হুং গাং গণপতয়ে নমঃ,–এন সমাংসরুধিরবলিঃ হ্রং গাং গণপতয়ে নমঃ — ওঁ ঐং হ্ৰীং শ্ৰীং কৌশিকি রুপিবেণাপ্যায়তাম্। তান্ত্রিক কুমারী-পূজা কুমারী যোগিনী সাক্ষাৎ কুমারী কুলদেবতা । অসুর। দুষ্টনাগশ্চ যে যে দুষ্টগ্রহ অপি। ভূত-বেতাল-গন্ধৰ্ব্বা ডাকিনীসক্ষরাক্ষসাঃ যাশচান্য দেবতাঃ সৰ্ব্বা ভূভূর্বঃস্ব-চ ভৈরবাঃ। পৃথিবাদীনি সৰ্ব্বণি ব্রহ্মাণ্ডং সচরাচরম ৷ ব্ৰহ্মা বিষ্ণুশ্চ রুদ্রশচ ঈশ্বরশ্চ সদাশিবঃ তে তুষ্টাঃ সৰ্ব্বতুষ্টাশ্চ যত্র কন্যাং প্রপুঞ্জয়েৎ । বিধিযুক্তকুমারীভির্ভেজিয়েচ্চৈব ভৈরবীম্‌ ! যামলে । মহাশক্তিরূপ কুমারীর পূজা করিলে, সমস্ত জগৎ এবং ব্রহ্মা রুদ্রাদি সমস্ত দেবতা পরিতুষ্ট হয়েন এবং যজমান ইহলোকে সৰ্ব্বসম্পত্তি লাভ করিয়া অন্তে পরম শাস্তি প্রাপ্ত হয়েন । শাক্ত বৈষ্ণব প্রভূতি সকলেরই যোগিনীরূপ। কুমারীর পুজা করা কৰ্ত্তব্য। মহানবমীদিনে এবং জগদ্ধাত্রী, অন্নপূর্ণ ও কালী পূজাদিতে কুমারীপূজা অতুষ্ঠিত হইয়া থাকে। s" ఫిని