পাতা:পুরোহিত-দর্পণ.djvu/৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
১ম খণ্ড।
বিবিধ।
২৯

ঋগ্বেদি-ঘটস্থাপন

 ভূমিতে হস্ত দিয়া পাঠ করিবে, — ওঁ উর্ব্বী সদ্মনী বৃহতী ঋতেন হুবে দেবানামবসা জনিত্রী। দধাতে যে অমৃতং সুপ্রতীকে দ্যাবা রক্ষতং পৃথিবী নে অহ্বাৎ॥

 ধান্যে হস্ত দিয়া পাঠ করিবে,—ওঁ ধানাবন্তং করম্ভিণমপূপবন্তমুকুথিনম্‌। ইন্দ্র প্রাতর্জুষস্ব নঃ।

 ঘটে হস্ত দিয়া পাঠ করিবে,—ওঁ এতানি ভদ্রা কলশ ক্রিয়াম কুরু শ্রবণ দদতো মঘানি। দান ইদ্বো মঘবানঃ সে অস্ত্বয়ং চ সোমো হৃদি যং বিভর্ম্মি॥

 জল স্পর্শ করিয়া পড়িবে,—ওঁ বরুণস্যোত্তম্ভণমসি বরুণস্য স্কম্ভ সর্জ্জনী স্থঃ। বরুণস্য ঋতসদন্যসি। বরুণস্য ঋতসদনমসি। ররুণস্য ঋতসদন মা-সীদ॥

 ফলে হস্থ দিয়া পাঠ করিবে,—ওঁ যাঃ ফলিনীর্যা অফলা অপুষ্পা যাশ্চ পুষ্পিণীঃ। বৃহস্পতিপ্রসূতাস্তয়া নো মুঞ্চন্ত্বংহসঃ॥

 স্থিরীকরণ,—ওঁ স্থিরো ভব বীড্বঙ্গ, আশুর্ভব বাজ্যর্ব্বন্‌। পৃথুর্ভব সুষদস্ত্বমগ্নেঃ পুরীষবাহনঃ॥

 পরে কৃতাঞ্জলি হইয়া—ওঁ সর্ব্বতীর্থোদ্ভবং বারি ইত্যাদি পাঠ করিবে।

যজুর্ব্বেদি-ঘটস্থাপন।

 সুলক্ষণ ঘটে ধান্য, দূর্ব্বা, পুষ্প, সিন্দূর ও চন্দনাদি দিয়া পাঠ করিবে।

 ভূমি,—ওঁ ভূরসি ভূমিরস্যদিতিরসি, বিশ্বধায়া বিশ্বস্য ভুবনস্য ধর্ত্রী। পৃথিবীং যচ্ছ, পৃথিবীং দৃংহ, পৃথিবীং মা হিহঁংসীঃ॥

 ধান্য—ওঁ ধান্যমসি ধিনুহি দেবান্‌ ধিনুহি যজ্ঞং। ধিনুহি যজ্ঞপতিং ধিনুহি মাং যজ্ঞন্যম্॥

 ঘটে—ওঁ আ জিঘ্র কলশং মহ্যা ত্বা বিশ্বন্ত্বিন্দবঃ। পুনরূর্জ্জা নিবর্ত্তস্ব, সা নঃ সহস্রং ধুক্ষ্বোরুধারা পয়স্বতী, পুনর্মা বিশতাদ্রয়িঃ॥

 জলে—ওঁ বরুণস্যোত্তম্ভোনমসি, বরুণস্য স্কম্ভসর্জ্জনী স্থঃ। বরুণস্য ঋতসদন্যসি। বরুণস্য ঋতসদনমাসীদ॥