পাতা:পুরোহিত-দর্পণ.djvu/৩১২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

లిన পুয়োহিত-দর্পণ । ২য় খণ্ড । মকররাশিতে স্বর্ষ্যের অবস্থান কালে এবং মাধবের জাগ্রদবস্থায় বুধাষ্টমী ব্ৰত করিলে, কিন্তু চৈত্রমাসে করিবে না । প্রমুপ্তে চ জগন্নাথে সন্ধ্যাকালে মধেী তথা । বুধাষ্টমীং ন কুৰ্ব্বত ক্লত্বা হস্তি পুৱা কৃতম্। এতদ্বতমারব্ধমপি চৈত্রাদিষু ন কৰ্ত্তব্যমিতি ॥ হরিশয়নে, সন্ধ্যাকালে ও চৈত্রমাসে বুধাষ্টমী ব্ৰত করিবে না, করিলে পূৰ্ব্বকৃত পুণ্য বিনষ্ট হয়। ইহাতে জানা যায় যে, চৈত্রাদিতে আরন্ধ ব্ৰতও করিবে না । মীনে ধতুমি দেবেশে স্বপ্তেহশুদ্ধদিনে তথা । বুধাষ্টমীং ন কুৰ্ব্বত পূৰ্ব্ববিদ্ধামপি কচিৎ ৷ ইতি স্মৃতিঃ । চৈত্রমাসে, পৌষমাসে, হরিশয়নে, অশুদ্ধকালে বুপাষ্টমী ব্ৰত কবিবে না । যে দিন পূৰ্ব্বতিথির সহিত অষ্টমীব যোগ হয়, সে দিবসেও এই ব্ৰত কবিবে না ; অর্থাৎ বুধবাব দুই দণ্ড সপ্তমী ছিল, তৎপরে অষ্টমী আরম্ভ হইয়াছে, এমত স্থলে বুধাষ্টমী ব্রত হইবে না । বুদ্ৰাষ্টমী ব্ৰত করিলে সৰ্ব্বপাপ বিনাশ, সৌভাগ্যলাভ ও স্বর্গপ্রাপ্তি হয়। C3 여 যথা,— মোহষ্টমীং বুধযুতাং ভক্তা সম্পূজয়েন্নবঃ। মৃতোহলে স্বর্গমাপ্নোতি বুধস্ত চ পুরং ব্ৰজেং | এবমেযা সমাখ্যাতা গুহা পাৰ্থ বুদ্ধাষ্টমী । বাং কৃত্বা ব্ৰহ্মহা গোত্নঃ সৰ্ব্বপাপৈঃ প্রমুচ্যতে ॥ রাজমাওঁণ্ডে । এই ব্ৰত আটবার করিয়া প্রতিষ্ঠা করিতে হয় । ইহাতে প্রত্যেকবারই উৎসর্গার্থ আটফল দিতে হয় । পূজাপদ্ধতি —কৃতনিত্যক্রিয় যজমান স্বস্তিবাচনপূর্বক সঙ্কল্প করিবে – অদ্যামুকে মাসি শুক্লে পক্ষে বুধবারাধিকরণক-অষ্টম্যাস্তিথাবারভ্য ( দ্বিতীয় বা তদতিরিক্তবারে আরভ্য’ বলিবে না ) তামুকগোত্রা শ্ৰীঅমুকী দেলী ব্রহ্মস্ব হরণাদিপাপক্ষয়-সকলবাঞ্জিত-প্রাপ্তিপুৰ্ব্বকং স্বৰ্গলোকগমনকাম ঐবিষ্ণুপ্রতিকামা বা যথোক্তবিধিনা বুধাষ্টমীব্রতমহং করিন্তে । অনন্তর অষ্টদলপদ্ম নিৰ্ম্মাণপুৰ্ব্বক সামান্তাধ্য আসনগুদ্ধি ও ভূতশুদ্ধি প্রাণয়াম ও অঙ্গন্যাস করষ্ঠাসাদি করিয়া, গণেশ, শিবাদিপঞ্চদেবতা, আদিত্যাদিনবগ্রহ, ইন্দ্রাদিদশদিকপাল প্রভৃতির পূজা করিবে । তদনন্তর ষোড়শো