পাতা:পুরোহিত-দর্পণ.djvu/৩৩

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
১ম খণ্ড।
বিবিধ।
৩১

তান্ত্রিক ঘটস্থাপন।

 ঘট শুদ্ধির জন্য “ক্লীং” এই মন্ত্রে জলদ্বারা ঘট প্রোক্ষণ করিবে, “ঐং” মন্ত্রে ঘট শোধন করবে। “হ্রীং” মন্ত্রে ঘট স্থাপন করিয়া “হ্রীং” মন্ত্রে ঘট জলপূর্ণ করিবে। অনন্তর নিম্নলিখিত মন্ত্র পাঠপূর্ব্বক তীর্থন্যাস করিবে। যথা —

 ওঁ গঙ্গাদ্যাঃ সরিতঃ সর্ব্বাঃ সরাংসি জলদা নদাঃ। হ্রদাঃ প্রস্রবণাঃ পুণ্যাঃ স্বর্গপাতালভুগতাঃ। সর্ব্বতীর্থানি পুণ্যানি ঘটে কুর্ব্বন্তু সন্নিধিম্॥

 তৎপরে, “শ্রীং“মন্ত্রে পল্লব দিবে, “হুং“মন্ত্রে ফল দান করিবে, “স্ত্রীং” মন্ত্রে স্থিরীকরণ করিয়া “রং” মন্ত্রে সিন্দুর দিয়া “যং” মন্ত্রে পুষ্প দিবে। তদনন্তর দেবতার মূলমন্ত্রে দুর্ব্বা দিয়া “ওঁ“মন্ত্রে অভ্যুক্ষণ করতঃ “হুং ফট্‌ স্বাহা” এই মন্ত্রে কুশ দ্বারা তাড়ন করিবে।

সামান্যার্ঘ্য।

 ভূমিতে ত্রিকোণ মণ্ডল করিয়া তাহার উপরে গন্ধপুষ্প দ্বারা পূজা করিবে।

 ওঁ আধারশক্তয়ে নমঃ, ওঁ কূর্ম্মায় নমঃ, ওঁ অনন্তায় নমঃ, ওঁ পৃথিব্যৈ নমঃ॥

 তৎপরে 'ফট্‌' এই মন্ত্রে অর্ঘ্যপাত্র প্রক্ষালন করিয়া, পরে ত্রিপদিকার উপরে স্থাপন করবে। “ওঁ” এই মন্ত্রে সেই পাত্র জলে পূর্ণ করিয়া, পূজা করিবে। মন্ত্র যথা—মং বহ্নিমণ্ডলায় দশকলাত্মনে নমঃ, অং সূর্য্যমণ্ডলায় দ্বাদশকলাত্মনে নমঃ, উং সোমমণ্ডলায় ষোড়শকলাত্মনে নমঃ॥

 তৎপরে পাত্রস্থ জল বিভাগ করিয়া গন্ধ, পুষ্প ও দুর্ব্বা প্রভৃতি প্রদান করিয়া ধেনুমুদ্রাদ্বারা, অমৃতীকরণ করিয়া, মৎস্যমুদ্রাদ্বারা আচ্ছাদন করতঃ অঙ্কুশমুদ্রাদ্বারা সেই জলে তীর্থসকলের আবাহন করিবে। যথা—

 ওঁ গঙ্গে চ যমুনে চৈব গোদাবরি সরস্বতি। নর্ম্মদে সিন্ধু কাবেরি জলেঽস্মিন্‌ সন্নিধিং কুরু॥ তৎপরে “ওঁ” এই মন্ত্রে অর্ঘ্যপাত্রের উপর দশবার জপ করিয়া, সেই জলের ছিটা মস্তকে ও পুজার উপকরণে দিবে।