পাতা:পুরোহিত-দর্পণ.djvu/৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
৩২
পুরোহিত-দর্পণ।
১ম খণ্ড।

 শ্বেত সরিষা বা আতপ:তণ্ডুল লইয়া নিম্নোক্তমন্ত্র পাঠ করিয়া তাহা চতুর্দ্দিকে ছিটাইয়া দিবে। এই মন্ত্র,—ওঁ অপসর্পন্তু তে ভুতা যে ভুতা ভুবি সংস্থিতাঃ। যে ভুতা বিঘ্নকর্ত্তারস্তে নশ্যন্তু শিবাজ্ঞয়া॥

 ভুতাপসারণ কার্য্যেতে কিঞ্চিৎ পার্থক্য আছে, যেখানে সেইরূপ বিশেষত্ব আছে, সে স্থলে পৃথকরূপে লিখিত হইবে। সাধারণতঃ অনুল্লিখিত এইরূপ।

মাষভক্তবলি।

 নিজ বামে গোময়ের দ্বারা ত্রিকোণ মণ্ডল লিখিয়া তাহার উপরে পূজা করিবে,—“এতে গন্ধপুষ্পে ওঁ ক্ষেত্রপালাদিভূতগণেভ্যো নমঃ“এই মন্ত্রে পাদ্যাদিদ্বারা পূজা করিয়া নূতন খুরি বা বিল্বপত্রের উপরে মাষকলায়, দধি ও হরিদ্রাচুর্ণ একত্রে মিশ্রিত করিয়া তাহার অর্চ্চনা করতঃ নিবেদন করিয়া দিবে, —ওঁ মাষভক্তবলয়ে নমঃ। এষ মাষভক্তবলিঃ ওঁ ক্ষেত্রপালাদিভূতগণেভ্যো নমঃ।

 নিবেদনান্তে প্রার্থনামন্ত্র যথা—ওঁ ভূতপ্রেতপিশাচাশ্চ দানবা রাক্ষশাশ্চ যে। শান্তিং কুর্ব্বন্তু তে সর্ব ইমং গৃহ্নন্তু মদ্‌বলিম্‌॥

 তৎপরে শ্বেতসর্ষপ গ্রহণ করিয়া নিম্নোক্ত মন্ত্র পাঠ পূর্ব্বক উহার দশদিকে ছিটাইয়া দিবে। মন্ত্র যথা—ওঁ বেতালাশ্চ পিশাচাশ্চ রাক্ষসাশ্চ সরীসৃপাঃ। অপসর্পন্তু তে সর্ব্বে নারসিংহেন তাড়িতাঃ॥

প্রাণায়াম।

 পূরয়েৎ ষোড়শৈর্বায়ুং ধারয়েত্তচ্চতুর্গুণৈঃ। রেচয়েৎ কুম্ভকার্দ্ধেন অশক্তস্তত্তুরীয়তঃ। তদশক্তৌ তচ্চতুর্থ্যা এবং প্রাণস্য সংযমঃ। প্রাণায়ামং বিনা মন্ত্রী পূজনে নৈতি যজ্ঞতাম্॥ কনিষ্ঠানামিকাঙ্গুষ্ঠৈর্যন্নসাপুটধারণম্। প্রাণায়মঃ স বিজ্ঞেয়স্তর্জ্জনীমধ্যমে বিনা॥ জ্ঞানার্ণবে।

 দক্ষিণহস্তের অঙ্গুষ্ঠ দ্বারা দক্ষিণনাসাপুট ধারণ করতঃ বায়ু রোধ করিয়া ওঁ অথবা মূলমন্ত্র ষোড়শবার জপ করিতে করিতে বামনাসাপুট দিয়া বায়ু পূরণ করিয়া কনিষ্ঠা ও অনামিকা অঙ্গুলি দ্বারা বামনাসাপুট ধারণ করিয়া বায়ু রোধ করিয়া ওঁ বা মূলমন্ত্র প্রথমবারের চতুর্গুণ—অর্থাৎ চৌষট্টিবার জপ করিতে করিতে কুম্ভক করিবে, তৎপরে অঙ্গুষ্ঠ দক্ষিণনাসা হইতে তুলিয়া ওঁ বা