পাতা:পুরোহিত-দর্পণ.djvu/৩৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ॐ 8३ পুরোহিত-দর্পণ । ২য় খণ্ড । বাস্তুপুরুষায় নমঃ । অনন্তায় নমঃ । বরুণায় নমঃ । সৰ্ব্বেভ্যো দেবেভ্যো নমঃ । সৰ্ব্বাভো দেবীভ্যে নমঃ । অতঃপর ভোগাল্লাদি নিবেদন করিয়া দিবে। . পুনরায় যথাশক্তি জপ করিয়া “গুহাতি" মন্ত্রে জপ সমৰ্পণ করতঃ তিনবার পুষ্পাঞ্জলি দিয়া নিয়মন্ত্র পাঠ করিয়া দেবতাকে উৎকৃষ্ট শয্যা রচনা করিয়া তাহাকে বামপাশ্বে শয়ন করাইবে । যে বিগ্রহ শয়ন করান যায় না, সেখানে কৈবল মন্ত্রপাঠ করিয়া মনে মনে শয়নের কল্পনা করিবে । মন্ত্রযথা—ওঁ ত্বয়ি সুপ্তে জগন্নাথ জগৎসুপ্তং ভবেদিদম্। বিরুদ্ধে ত্বয়ি বুধ্যেত জগৎ সৰ্ব্বং চরাচরম ॥ অনন্তব দক্ষিণাত্ত কবিয়া অচ্ছিদ্রাবধারণ করিলে । পাশ্বপরিবর্তন । শ্রবণানক্ষত্রযুক্ত ভাদ্রমাসের দ্বাদশীর সন্ধ্যার সময় শ্ৰীহরিণ পার্শ্বপরিবৰ্ত্তন করাইতে হয়। তদভাবে একাদশী, ত্রয়োদশী, চতুর্দশী, পূর্ণিমাতে শ্রবণার মধ্যপাদ যোগে পাশ্বপরিবর্তন হইয়া থাকে। তদভাবে কেবল দ্বাদশীব সন্ধার সময় হয় । সন্ধ্যাপ সময় স্বস্তিবাচনাদি করিয়া গণেশাদি দেবতাকে পূজা করতঃ শ্ৰীনারায়ণ মূৰ্ত্তিকে জলাশয় সমীপে লইয়া গিয়া যথাসম্ভব উপচারাদি দ্বারা পুঞ্জী করিবে । স্থানবিশেষে প। কুলাচার-বিশেষে গৃহেও পূজা হইয়া থাকে । পূজান্তে জপাদি করিয়া নিম্ন মন্ত্র পাঠপুৰ্ব্বক দেবতাকে পুষ্পাঞ্জলি দিবে। যথা—ওঁ বাসুদেব জগন্নাথ প্রাপ্তেয়ং দ্বাদশী তব । পাশ্বেন পরিবর্তম্ব সুখং স্বপিহি মাধব ॥ ওঁ জ্বয়ি সুপ্তে জগন্নাথ জগৎ সুপ্তং ভবেদিদম । বিবুদ্ধে ত্বয়ি বুধ্যেত জগৎ সৰ্ব্বং চরাচরম্ ॥ তৎপরে লক্ষ্মী ও সরস্বতীর পূজা করিয়া লিয় মন্ত্র পাঠপূৰ্ব্বক দেবতাকে শয়ন করাইবে । মন্ত্র যথা— كية “ওঁ দেবদেব জগন্নাথ যোগিগম্য নিরঞ্জন । কটদানং কুরুস্বাদ্য মাসি ভাদ্রপদে গুতে ॥”