পাতা:পুরোহিত-দর্পণ.djvu/৩৫০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

“O& e পুরোহিত-দপণ। ২য় খণ্ড । শতভিষানক্ষত্রযুক্ত চৈত্রমাসের কৃষ্ণপক্ষীয় ত্রয়োদশীকে বারুণী ত্রয়োদশী বলে । স্থৰ্য্যগ্রহণকালীন গঙ্গাস্নান করিলে যেরূপ ফললাভ হয়, বারুণীতে গঙ্গাস্বান করিলে তদ্রুপ ফল হইয়া থাকে। যদি শনিবারে উক্ত বারুণী ত্রয়োদশী হয়, তাহা হইলে তাহাকে মহাবারুণী বলে। মহাবারুণীতে গঙ্গাস্বান করিলে, কোটিস্থৰ্য্যগ্রহণকালীন গঙ্গাস্নামজষ্ঠ মুকুতি লাভ হয়। উক্ত মহাবারুণী শুতযোগলমন্বিত হইলে মহামহাবারুণী হয়। এই মহামহাবারুণীতে গঙ্গাস্নান করিলে ত্রিকোটি কুল উদ্ধার হয় । বারুণীক্ষান –প্রথমে আচমন করিয়া “কুরুক্ষেত্র" মন্ত্র পাঠ করিবে । পরে সঙ্কল্প করিবে। যথা—বিষ্ণুরোম্ তৎসদগু চৈত্রে মাসি কৃষ্ণে পক্ষে শতভিষানক্ষত্রযুক্তত্রয়োদপ্তান্তিথৌ অমুকগোত্ৰঃ শ্ৰীঅমুকদেবশৰ্মা বহুশতস্থৰ্য্যগ্রহণকালীন-গঙ্গাস্বানজষ্ঠ-ফলসম-ফল-প্রাপ্তিকামো গঙ্গায়াং মানমহং করিষ্যে । মহাবারুণী-সঙ্কল্প ।--বিষ্ণুরোমদ্য চৈত্রে মাসি কৃষ্ণে পক্ষে শনিবারাধিকরণক-শতভিষানক্ষত্রযুক্তত্রয়োদপ্তান্তিথোঁ মহাবারুণ্যাং অমুকগোত্ৰঃ শ্ৰীঅমুকদেবশৰ্ম্ম বহুকোটিসূৰ্য্যগ্রহণকালীন-গঙ্গাস্বানজগুফল-সমফলপ্রাপ্তিকামো গঙ্গায়াং মানমহং করিষ্যে । 壟 মহামহাবারুণী-সঙ্কল্প ।--বিষ্ণুরোমদ্য চৈত্রে মাসি কৃষ্ণে পক্ষে শনিবারাধিকরণক-শুভযোগ-শতভিযানক্ষত্ৰত্রয়োদপ্তান্তিথেী মহামহাবারুণ্যাং অমুকগোত্ৰঃ শ্ৰীঅমুকদেবশী ত্রিকোটিকুলোদ্ধারণকামে। গঙ্গায়াং স্বানমহং করিস্থ্যে। অনন্তর পূজা, স্তল ও প্রণাম করিলে । মদনত্রয়োদশী । সা চ চৈত্রগুরুত্ৰয়োদশী । তত্র মদনস্ত ব্ৰতং কৰ্ত্তব্যম্ ॥. * চৈত্রমাসের শুক্লপক্ষের ত্রয়োদশীকে মদমত্রয়োদশী বলে,--এই দিন মদনদেবের পুজাদি করিবে । * , মদনের ধ্যান -"ওঁ চাপেষুধুকৃ কামদেবো রূপবান বিশ্বমোহনঃ । ধ্যেয়ে বসন্তসহিতে রত্যালিঙ্গিতবিগ্রহঃ ।” অমস্তর যথাশক্তি পুজাদি করিয়া স্তব পাঠ করিবে ।