পাতা:পুরোহিত-দর্পণ.djvu/৩৫৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

&ं १७ ।। চতুর্দশী। Ꮼ☾öᎨ জ্যৈষ্ঠমাসের কৃষ্ণপক্ষের চতুর্দশীতে যে সকল স্ত্রী উপবাস করিয়া বটবৃক্ষমূলে সাবিত্রীর অর্চনা করে, তাহারা কদাচ বিধবা হয় না । দিবাভাগে ত্রয়োদপ্তাং যদা চতুর্দশী ভবেৎ। তত্ৰ পূজ্য মহাসাধ্বী দেবী সত্যবতা সহ —ইতি নারদঃ। দিবাভাগে ত্রয়োদশী সত্ত্বেও যদি দিবার দণ্ডত্রয় মাত্র থাকিতে চতুর্দশী হয়, তাহা হইলে সেই দিনেই প্রদোষ সময়ে সত্যবানের সহিত সাবিত্রীর পূজা করিবে । { } ত্ৰত-বিধান –স্বস্তিবাচনাদি করিয়া সঙ্কল্প করিবে । যথা— বিষ্ণুর্নমোহষ্ঠ জৈাষ্ঠে মাসি কৃষ্ণে পক্ষে চতুর্দখান্তিধেী অমুকগোত্রা শ্ৰীঅমুকী দেবী অবৈধবাকামা ( ব্রত গ্রহণের বৎসর হইলে “অদ্যারভ্য চতুর্দশবর্ষপৰ্য্যন্তং প্রতিবর্ষীয়-জ্যৈষ্ঠকৃষ্ণচতুর্দষ্ঠাং—পাঠ করিতে হইবে ) যথোক্তলিধিনা সাবিত্রীব্রতমহং করিমৃ্যে । পরে সঙ্কল্পস্থত্তাদি পাঠ করিলে । ব্রত গ্রহণের বৎসর যিনি ত্রত করিবেন, তিনিই সঙ্কল্প করিলেন । পুরোহিত সঙ্কল্পস্থত্ত পাঠ করিবেন, যজমান নিম্নোক্ত মন্ত্র পাঠ করিবেন । কিন্তু দ্বিতীয় বৎসর হইতে আর এই মন্ত্র পাঠ করিতে হয় না । মন্ত্র—(২২৫পূঃ ৩ পঃ দেখ )। অনন্তর পঞ্চবর্ণের গুড়িকাদ্বারা মণ্ডল অঙ্কিত করিয়া ঘটস্থাপন করিবে এবং বটবৃক্ষশাখাদি আরোপণ করিয়া পূজা করিবে । যথাবিধি আসনগুদ্ধি, জলগুদ্ধি, সামান্তাৰ্থ্য ও ন্যাসাদি করিয়া গণেশ, শিবাদিপঞ্চদেবতা, আদিত্যাদিনবগ্রহ, ইন্দ্রাদিদশদিকৃপাল প্রভৃতি দেবতাগণের পূজা করিয়া বটবৃক্ষকে স্নান করাইয়া উহা স্পর্শ করলঃ পাঠ করিবে,— ওঁ বটোইসি রক্ষণাপত্ত্বং খ্যাতো হরিহরীষ্মকঃ । ভবতু ত্বৎপ্রসাদেন ব্রতং হি সফলং মম | তৎপরে—বটবৃক্ষায় নমঃ, এই ক্রমে পুজা করিয়া প্রণাম করিবে । যথা— ওঁ বটবৃক্ষ মহাভাগ জগন্নিস্তারক প্রভো । পৃথিব্যামবর্তীর্ণোহসি নমস্তামি সুরেশ্বর । অনন্তর “সাং হৃদয়ায় নমঃ” এইক্রমে অঙ্গন্যাস করষ্ঠাস করিয়া ধ্যান পাঠপূৰ্ব্বক মানসপূজা, অর্বাস্থাপন করিয়া নিম্নক্রমে পীঠপূজা করিয়া ব্যান পাঠপূৰ্ব্বক আবাহন করতঃ ষোড়শোপচারে পুজা ও প্রণাম করিবে । সাবিত্রীধ্যান।-ওঁ সাবিত্ৰীং দ্বিভূজাং পল্লাসনস্থাং হংসবাহনাম্। শুদ্ধ