পাতা:পুরোহিত-দর্পণ.djvu/৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

। বিবিধ ।

নিম্নলিখিত মন্ত্র চতুষ্টয় পাঠ করিয়া দেবতাকে ভাবনা করিলেই সংক্ষেপে ভূতশুদ্ধি হয়। মন্ত্রচতুষ্টয় যথা— ওঁ মুলশূঙ্গাটাচ্ছির সুষুম্না-পথেন জীবশিবং পরমশিবপদে যোজয়ামি স্বাহা৷ ১ ওঁ যং লিঙ্গশরীরং শোষয় শোষয় স্বাহা ॥ ২ ওঁ রং সঙ্কোচশরীরং দহ দহ স্বাহা॥ ৩ ওঁ পরমশিব সুষুম্নাপথেন মুলশৃঙ্গাটমুল্লসোল্লস জল জ্বল প্রজ্বল প্রজ্বল হংসঃ সোহহং স্বাহা ॥ ৪

কৃষ্ণবিষয়ক সংক্ষেপ ভূতশুদ্ধি- স্বকীয়হদয়ে ধ্যায়েৎ শ্ৰীকৃষ্ণচরণাম্বুজম্ । ভূতশুদ্ধিমিমাং প্রাহুঃ সৰ্ব্বাগমবিশারদাঃ ।

নিজ হৃদয়ে শ্রীকৃষ্ণদেবের চরণান্মুজ ধ্যান করিলেই ভূতশুদ্ধি হয়।

ন্যাস করিবার ক্রম- মনসা বা ন্যসেন্ন্যাসান্ পুষ্পেণৈবাথ বা ন্যসেৎ । অঙ্গুষ্ঠনাামিকাযোগান্যযসেদ্বা সৰ্ব্বপৰ্ব্বসু ॥

মনের দ্বারা, পুষ্পের দ্বারা, অঙ্গুষ্ঠ ও অনামিকা অঙ্গুলির যোগে কিম্বা সমস্ত গ্রন্থি দ্বারা ন্যাস করা যায়।

মাতৃকান্যাস- অস্ত মাতৃকামন্ত্রস্য ব্ৰহ্মঋষিগায়ত্ৰীচ্ছন্দো মাতৃকাসরস্বতী দেবতা হলো বীজানি স্বরাঃ শক্তয়ো অব্যক্ত কীলকং মাতৃকান্যাসে বিনিয়োগঃ। উক্ত মন্ত্রদ্বারা মাতৃকান্যাসের ঋষ্যাদি স্মরণপূর্বক লিখিত স্থলে পুষ্প বা অঙ্গুষ্ঠ ও অনামিকার যোগে ন্যাস (স্পর্শ) করিবে। শিরসি ওঁ ব্ৰহ্মণে ঋষয়ে নমঃ, মুখে ওঁ গায়ত্রীচ্ছন্দসে নমঃ, হৃদি ওঁ মাতৃকা সরস্বত্যৈ দেবতায়ৈ নমঃ. গুহ্যে হলেভো বীজেভ্যো নমঃ, পাদয়োঃ ওঁ স্বরেভ্যো নমঃ, সৰ্ব্বাঙ্গে ওঁ ক্লীঁ কীলকায় নমঃ । । করন্যাস- ওঁ অং কং খং গং ঘং ঙং আং অঙ্গুষ্ঠাভ্যাং নমঃ । ওঁ ইং চং ছং জং ঝং এং ঈং তর্জনীভাং স্বাহা । ওঁ উং টং ঠং ডং ঢং ণং উং মধ্যমাভ্যাং বষট্। ওঁ এং তং থং দং ধং নং ঐং অনামিকাভ্যাং হূঁ । ওঁ ওং পং ফং বং ভং মং ঔং কনিষ্ঠাভ্যাং বৌষট্। ওঁ অং যং রং লং বংশং যং সং হং লং ক্ষং অঃ করতলপৃষ্ঠাভ্যাং অস্ত্রায় ফট্।