পাতা:পুরোহিত-দর্পণ.djvu/৩৭৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২য় খণ্ড । 岬 অমাবস্ত। ●ዓፄ গোসহস্ৰী-স্নান । অমাবস্যা ভবেদ্বারে যদি ভূমিস্বতসা চ । গোসহস্রফলং দদ্যাৎ স্নানমাত্রেণ জাহ্নবী ॥ . অমাবস্যা তিথিতে মঙ্গলবার হইলে, সেই দিনে গঙ্গাস্বানে গোসহস্ৰ দানের ফল লাভ হয় । সিনীবালী কুহুৰ্ব্বাপি যদি সোমদিনে ভবেৎ। গোসহস্রফলং দদ্যাৎ স্নানং যন্মোনিনা কৃতম্ ॥ যদি সোমবারে সিনীবালী অর্থাৎ চতুর্দশীযুক্ত অমাবস্যা হয়, অথবা কেবল মাত্র অমাবস্যাও হয়, তবে সেই দিনে মেনিস্নান করিলে সহস্ৰ গো-দানের ফল লাভ হইয়া থাকে। মোনি-স্নান । অরুণোদয়কাল হইতে স্বানকাল পর্য্যন্ত মেনি-স্বান । এই কাল পর্য্যস্ত মৌনী থাকিয়া স্বান করাকে মৌনি-স্বান বলে । করতোয়-মান । করতোয়াজলং প্রাপা যদি সোমযুত কুহুঃ । অরুণোদয়-বেলায়াং সূর্য্যগ্রহশতৈঃ সম | সোমবারে অমাবস্যা হইলে অরুণোদয়কালে করতোয়া নদীতে স্নান কবিলে, শতস্বর্য্যগ্রহণকালীন স্বানজন্ত সমফল প্রাপ্তি হয় । মানের সঙ্কল্লাদি সমস্তই গঙ্গাস্নানবৎ । আলোকামাবস্তা। কৃতনিত্যক্রিয় যজমান স্বস্তিবাচনাদি করিয়া সঙ্কল্প করিবে । বিষ্ণুর্নমোহ ভদ্ৰে মাসি কৃষ্ণে পক্ষে অমাবস্তায়াস্তিথাবারভ্য ষড়বর্ষং যাবৎ অমুকগোত্রা শ্ৰীঅমুকী দেবী শ্ৰীবিষ্ণুপ্রতিকামা যথোক্তবিধিনালোকামাবস্তাত্রতমহং করিষ্যে । পুরোহিত সঙ্কল্পস্থত্তাদি পাঠপূৰ্ব্বক সামান্তাধ্য এবং ন্যাসাদি করতঃ গণেশদি দেবতাকে পূজা করিয়া বিষ্ণু ও লক্ষ্মীর যথাশক্তি পূজা করিবে। তৎপরে ভোজ্য উৎসর্গ করিয়া কথা গুলিবে । • ব্ৰত-কথা -তীর্থযাত্রাদিকং কৃত্বা মারদো মুনিসভমঃ সৰ্ব্ব