পাতা:পুরোহিত-দর্পণ.djvu/৩৮০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কালী-পূজা। দীপান্বিতা পাৰ্ব্বণীয় স্মৃত কাল্যর্চনায় চ | মহানিশি দ্বিতীয়ং স্যাৎ পূৰ্ব্বেদ্ব্যৰ্ব্বাপ্ত্যনাপ্তয়োঃ ॥ দীপাম্বিতা অমাবস্যাতে পাৰ্ব্বণশ্রাদ্ধ ও কালীপূজা করিবে । দিবাভাগে পিত্রাদির শ্রাদ্ধ করিয়া মহানিশাতে কালীপূজা করিবে। যদি উভয়দিনে মহানিশাতে অমাবস্যার যোগ না হয়, তবে পূৰ্ব্ব দিনেই কালীপূজা করিবে । পূজা-বিধি—নিত্যসন্ধ্যোপাসনাদি সমাপনপূর্বক আসনে উপবেশন করতঃ বৈদিক আচমন সমাপ্ত করিয়া,—“ওঁ বজোদকে তুং ফটু স্বাহা”—এই মন্ত্রে আসনে জলের ছিটা দিয়া আসন শুদ্ধি করিলে । তৎপবে নিম্নোক্ত মন্ত্র পাঠপূৰ্ব্বক হস্তপদ প্রক্ষালন করিবে। যথা— ওঁ ষ্ট্রং বিশুদ্ধধৰ্ম্ম পাপানি শময়শেষবিকল্পমপনয় হুং । তদনন্তর পাপক্ষয়কামনায় নিম্নলিখিত মন্ত্রদ্বয় পাঠ করিবে,-যথা,— ওঁ দেবি ত্বং প্রাকৃতং চিত্তং পাপাক্রান্তমভূষ্মম। তন্নিঃসারয় চিত্তান্মে পাপং হুং ফটু চ তে নমঃ ॥ ওঁ স্বৰ্য্যঃ সোমো যমঃ কালো মহাভূতানি পঞ্চ বৈ । এতে শুভাশুভস্যেহ কৰ্ম্মণে নব সাক্ষিণঃ ॥ অনন্তর “হুং” মন্ত্রে পূজাস্থান দর্শন করিয়া “ফট্‌” মন্ত্রে পূজাস্থান প্রেক্ষিণ করতঃ তদোষনাশার্থ ভূমিতে “ক্লং” মন্ত্র লিখিবে । তৎপরে নিয়োক্তমন্ত্রে স্বীয় উত্তরীয় বস্ত্রে রক্ষা বন্ধন করিবে, মন্ত্র যথ},— ওঁ মণিধার বৰ্জিণি মহাপ্রতিসরে রক্ষ রক্ষ হুংফট । অনন্তর গুর্বাদি স্মরণ করিয়া শিবাদিদেবতাগণকে গন্ধপুষ্পাদি দিয়া স্বস্তিবাচনাদিপুৰ্ব্বক সঙ্কল্প করিবে । যথা— বিষ্ণুরোম্ তৎসদস্য অমুকে মাসি অমুকরাশিস্থে ভাস্করে অমুকে পক্ষে অমুকতিধে অমুকগোত্ৰঃ শ্ৰীঅমুক-দেবশৰ্মা শ্ৰীমদক্ষিণকালিকাঞ্জাতিকামঃ জীমদক্ষিণকালিকাপুজনমহং করিব্যে। অতঃপর “দেবো বো” মন্ত্র পাঠ করিবে-— ওঁ সঙ্কল্পিতার্থীঃ সিধ্যস্তু সিদ্ধাঃ সন্তু মনোরথাঃ । শক্রণীং বৃদ্ধিনাশায় মিত্রাণামুদ্রয়ায় চ। আয়মারম্ভঃ শুভায় ভবতু ॥ পরে ঘটস্থাপন করিবে,--( প্রথম খণ্ড ৩১ পৃঃ ১ পঃ দেখ ) অনস্তর তীর্থাদি আবাহন করিবে --(প্রথম খণ্ড ৩১ পৃঃ ৫ পঃ দেখ)