পাতা:পুরোহিত-দর্পণ.djvu/৩৯৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

\రిసెs পুরোহিত-দর্পণ । ـتـخص অনন্তর অচ্ছিদ্রাবধারণ ও বৈগুণ্য সমাধান করিবে । পুরশ্চরণ করিতে সৰ্ব্ববর্ণেরই অধিকার অাছে। ΦαμAmpuajaωaΕπα জন্মতিথিকৃত্য। ঘশ্রদ্বয়ে জন্মতিথির্যদা স্তাৎ পূজা তদা জন্মভসংযুতৈব। অসঙ্গত। তেন দিনম্বয়েছপি পূজ্য পরা যা ভবতীহ যত্নাৎ ॥ উভয়দিনে পূৰ্ব্বাহ্নে জন্মতিথি প্রাপ্ত হইলে যে দিনে জন্মনক্ষত্রের যোগ হইবে, সেই দিনে জন্মতিথির কার্য্য হয় ; আর যদি উভয় দিনের পূৰ্ব্বাহ্নে তিথি প্রাপ্ত হয় এবং জন্মনক্ষত্রের যোগ না হয়, তবে পরদিনে কার্য্য করিবে । জন্মতিথিপূজায় গৌণচান্দ্র মাস উল্লেপ করিবে, জন্মমাস যদি মলমাস হয়, তবে সে মাসে পূজাদি না করিয়া পর মাসে করিবে। খণ্ডনং নখকেশানাং মৈথুনাধুবানমেব চ। আমিষং কলহং হিংসাং ন কুর্ষ্যাজন্মবাসরে ॥ জন্মতিথিতে নখ-কেশচ্ছেদন, মৈথুন, গ্রামান্তরাদিতে গমন, আমিষভোজন, কলহ ও হিংসাদি কার্য্য করিলে না । * মৃতে জন্মনি সংক্রান্তে শ্রাদ্ধে জন্মদিনে তথা । অস্পৃশুম্পর্শনে চৈব ন স্নায়াদুষীবারিণী ॥ মৃত্তাশোঁচে, সংক্রাত্তিতে, শ্রাদ্ধদিবসে, জন্মদিনে ও অস্পৃশু স্পর্শ করিলে উষ্ণজলে স্নাম নিষেধ । পূজাপদ্ধতি –নিতক্রিয়াদি সমাপনপূর্বক স্বাস্তবাচনাদি করিয়া সঙ্কল্প করিবে ।--অদ্যেত্যাদি--অমুকদেবশৰ্ম্ম দীর্ঘায়ুষ্টকামো গণপত্যাদিনান্যদেবতাপূজাপূর্বক-ষষ্ঠমার্কণ্ডেয়পূজামহং করিষ্ঠে । যুক্তাদি পাঠপূর্বক যথাশক্তি ন্যাসাদি করিয়া গণেশ, শিবাদিপ্লঞ্চদেবতা, আলিতাদিনবগ্রহ, ইন্দ্রাদিদশদিকৃপাল প্রভূতির পূজা করিবে । তৎপরে গুরু, দেবতা, অগ্নি, ব্রাহ্মণ, জন্মতিথি, জন্মনক্ষত্র, পিতৃগণ, প্রজাপতি, ভানু, বিঘ্নেশ ইহাদিগকে পঞ্চোপচারে পূজা করিবে । জন্মনক্ষত্র জানা না থাকিলে— , গ্ৰনক্ষত্রায় মমঃ”বলিয়া পূজা করিবে। ” _ - তৎপরে অশ্বথামা, বলি, ব্যাস, হকুমান, বিভীষণ, কৃপ ও পরশুরাম, এই