পাতা:পুরোহিত-দর্পণ.djvu/৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

రిe পুরোহিত-দৰ্পণ । । ১ম খণ্ড হাসের মন্ত্রাদি—ওঁ অং নমঃ ললাটে, ওঁ আং নমঃ মুখবন্ধুে (এই ক্রমে) ইং ঈং চক্ষুষোঃ, উং উং কর্ণয়োঃ খং ঋং নসোঃ, ৯ং, ইং មធំ, ៤ ២៤. ঐং অধরে, ওং উৰ্দ্ধদন্তে, ঔং অধোদন্তে, অং বন্ধুদ্ধে, অঃ গে। কং দক্ষিণ বাহুমূলে, খং কুপরে, গং মণিবন্ধে, ঘং অঙ্গুলিমূলে, ঙং অঙ্গল্যগ্রে, চং ছং জং ঝং এং বামবাহুমূল প্রভৃতি স্থানে। টং ঠং ডং ঢং ৭ং দক্ষিণপাদমূল হইতে অঙ্গুল্যগ্র পর্য্যন্ত। তং থং দং ধং লং বামপাদমূল হইতে অজুল্যগ্র পর্য্যন্ত । পং দক্ষিণপাশ্বে, ফং বামপাশ্বে, বং পৃষ্ঠে, ভং লাভো, মং উদরে, যং হৃদি, রং দক্ষিণ স্কন্ধে, লং ককুদি, বং বাম স্কন্ধে, শং হৃদয়দি দক্ষিণকরে, ষং হৃদয়াদি বাম কবে, সং হৃদয়াদি দক্ষিণপদে, হং হৃদয়াদি বামপদে, লং হৃদয়াহুদরে, ক্ষং হৃদয়াদিমুখে । সৰ্ব্বত্রই “ওঁ* পদ তাদিতে এবং “নমঃ” আন্তে যোগ কবিয়া ন্যাস কলিবে । সংহারমাতৃকা-ন্যাস । সংহারমাতৃকা-গান -অক্ষত্ৰজং হরিণপোতমূদঙ্গটঙ্কং, বিদ্যাং করৈরবিরতং দধতীং ত্রিনেত্রাম্। অৰ্দ্ধেন্দুমৌলিমরুণামর বিন্দবাসাং, বৰ্ণেশ্বরং প্রণমত স্তনভারনম্রাম্। এই ধ্যান পাঠ কবিয়া ক্ষ-কারাদি অকারান্ত ন্যাস করিলে,—ক্ষং নমঃ হৃদয়াদি মুখে, লং নমঃ সৃদয়া দু্যদবে, হং ন ম: হৃদয়াদি বামপদে—এইরূপে অং নমঃ ললাটে পর্য্যন্ত ন্যাস করিবে । পীঠন্যাস । আদিতে “ওঁ” এবং অন্তে “নমঃ” শব্দ যোগ করিয়া নিম্নলিখিত মন্ত্রে নিম্নলিখিত স্থান সমৃদয় স্পর্শ, করিবে । যথা–হৃদি—ওঁ আধারশক্তয়ে নমঃ, ( এই ক্রমে) প্রকৃতৈা, কূৰ্ম্ময়, অনন্তার, পৃথিব্যৈ, ক্ষীশ্বসমুদ্রায়, শ্বেতদ্বীপায়,3 মণিমণ্ডপায়, কল্পক্ষায়, মণিবেদিকান্ধৈ, রত্নসিংহাসনায় ; দক্ষিণস্থন্ধে ধৰ্ম্মায়, বাম স্কন্দে জ্ঞানায়, উরুদ্বয়ে বৈরাগ্যায়, ঐশ্বৰ্য্যায় ; মুখে* অধৰ্ম্মায় ; বামপাশ্বে অজ্ঞানায়, নাতে অবৈরাগ্যায়, দক্ষিণপার্শ্বে-অনৈশ্বৰ্য্যায়, পুনঃ হৃদি-অনন্তরে, পায়, ওঁ অং সুর্কমণ্ডলার দ্বাদশকগায়নে নমঃ, উং সোমমণ্ডলায় যোড়শকলাত্মনে ঃ, মং বহ্নিমণ্ডলীয় দশকলাত্মনে নমঃ, সং সত্ত্বীয়, রং•রজসে, তং তমসে, জাং আত্মনে, অং অন্তরাত্মনে, পং"পরমাত্মলে, হ্ৰীং জ্ঞানাত্মনে নমঃ ।