পাতা:পুরোহিত-দর্পণ.djvu/৪০০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দানসংক্রান্তি-ব্ৰত । এই ত্ৰন্তে প্রতিসংক্রান্তিতে বিষ্ণুপ্রীতিকামনায় এক এক প্রকার দ্রব্য দান করিতে হয়। যথা—বৈশাখে সবস্ত্র জলপূর্ণ কুম্ভ ; জ্যৈষ্ঠে ছত্র ; আষাঢ়ে সচন্দন ব্যঞ্জনী ; শ্রাবণে পদ্মাসন ; ভদ্রে সবস্ত্র জাতিপুষ্প ; আশ্বিনে তৈজসপাত্র ঘৃত ও গুড় ; কাৰ্ত্তিকে তৈজসাধার তিলের নাড় ; অগ্রহায়ণে তৈজসাধার গন্ধদ্রব্য ; পেীষে শীতনিবারক বস্ত্র ; মাঘে তৈজসাধার তাম্বুল ; ফাঙ্কনে রৌপ্য ও গন্ধদ্রব্য ; চৈত্রে স্বর্ণ ও সুগন্ধিপুষ্প । মহাবিষুব ংক্রান্তিতে প্রতিষ্ঠা করিতে হয়। প্রতিষ্ঠার সময় সবৎসা ধেমু দান করিবে, অভাবে বিশকাহন বরাটক দান করিবে । সঙ্কল্প যথা –বিষ্ণুর্নমোহষ্ঠ অমুকে মাসি অমুকে পক্ষে অমুকতিথে। অমুকগোত্রা শ্ৰীঅমুকীদেবী শ্ৰীবিষ্ণুপ্রীতিকামা মহাবিষুবসংক্রান্ত্যামারভ্য সংবৎসরং যাবৎ প্রতিমাসীয়সংক্রান্ত্যাং যথোক্তবিধিনী দানসংক্রান্তিব্রতমহং করিস্থ্যে ৷ সূক্তাদি পাঠ, সামান্তর্ঘ্য, আসনগুদ্ধি ও ন্যাসাদি করিয়া গণেশাদি দেবতার পূজা করিয়া বিশেষ উপচাবে বিষ্ণু ও লক্ষ্মার পুজা করিবে । তৎপরে ভোজ্য ও দানীয় দ্রব্য উৎসর্গ করিবে । দানীয়দ্রব্য উৎসর্গ করিবার মন্ত্র যথা, ~ অষ্মেত্যাদি—অমুকগোএ শ্ৰীঅমুকাদেী শ্ৰীবিষ্ণুপ্রীতিকামা ইদং সবস্ত্রতৈজসাধারজলুং শ্ৰীবিষ্ণুদৈব তং যথাসম্ভবগোত্রনায়ে ব্রাহ্মণায়াহং দদে । জ্যৈষ্ঠমাসাদিতে সেই সেই মাস ও তত্তত দ্রব্যের উল্লেখ করিবে । মলমাস হইলে মলমাসীয় সংক্রান্তিতে দান করিবে না । অতঃপর কথা শুনাইবে । ব্ৰত কথা।—নারদে। নাম দেবধির্জগাম বিষ্ণুমন্দিরম। তত্র দৃষ্ট্র বাসুদেবং পপ্রচ্ছ মুনিসত্তমঃ ॥ নারদ উবাচ। ব্রতেন কেন ভগবন নরাণং পাপনাশনম্। নারীণাং চৈপ সৌভাগ্যং তন্মে ক্ৰহি জনাৰ্দ্দন ॥ ভগবাম্বুবাচ। শৃণু নারদ বক্ষ্যামি ব্রতানাং ব্র তমুত্তমম্। সৰ্ব্বপাপক্ষয়কর তথা হুঃখবিনাশনম্। মহাবিষুবসংক্রান্ত্যামারভেস্কৃতমুত্তমম্। দানসংক্রান্তিনামাপি নরাণাং ভুতিদায়কম্। নারীণাঞ্চৈব সৌভাগ্যং তথা পাপপ্রণাশনম্। ধনং ধান্তং তথারোগ্যমবৈধব্যঞ্চ জায়তে ॥ বিধানং শৃণু বক্ষ্যামি ব্রতঞ্চ যাদৃশং ভবেৎ। বৈশাখে জলকুন্তঞ্চ দদ্যাস্বস্ত্রান্বিতং তথা ॥ মধুসূদনযুদিগু ব্রাহ্মণায় প্রদাপয়েৎ ।