পাতা:পুরোহিত-দর্পণ.djvu/৪০৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২য় খণ্ড । সংক্রান্তি । 8 ο Gr .ـاي* এক এক সংক্রাস্তিতে নিম্নলিখিত এক এক ফল প্রদান করিলে পৃথকৃ পৃথকৃ ফললাভ হইয়া থাকে। যথা—মহাবিষুব সংক্রাস্তিতে সবস্ত্র পাত্রসহিত নারিকেল ফল বিষ্ণুকে নিবেদন করিয়া দিলে সৰ্ব্বপাপ হইতে নিন্মুক্ত হইয়া পুত্র-পৌত্রাদির সহিত ইহলোকে নানা সুখ প্রাপ্তি ও অস্তে বৈকুণ্ঠগাত হয়। ঐরুপ, জ্যৈষ্ঠসংক্রাস্তিতে জাতিফল দান করিলে জীববৎস! হয় । আষাঢ়সংক্রাস্তিতে এলাফল ( এলাইচ ) দান করিলে সৌভাগ্যবতী ও বহুপুস্ত্ৰিণী হয়। শ্রাবণের সংক্ৰান্তিতে দাড়িম দিলে সুন্দরী হয়। তাম্র মাসের সংক্রাত্তিতে তাল দান করিলে পুত্ৰবতী হয়। আশ্বিলসংক্রান্তিতে কপিখ ( কদূবেল ) দিলে বহুপুত্ৰণী, কাভিকসংক্রান্তিতে নাগরঙ্গ দানে জীববৎসা ও সাধ্বী এবং অবন্ধ্যা হয়। অগ্রহায়ণসংক্রাত্তিতে স্বপারিদানে সৌভাগ্যবতী মুরূপ ও বহুপুড্রিণী হয়। পৌৰসংক্রান্তিতে হরীতকীদানে ইংলযুক্ত রথে আরোহণ করিয়া বৈকুণ্ঠে গমন করে । মাঘ মাসে বিষ্ণুকে কক্কোল ( কঁকিলা, গন্ধদ্রব্য বিশেষ ) দানে সৌভাগ্যবতী, সপত্নী-বিরহিতা ও নিত্যামোদিনী । হয়। ফাঙ্কনে শ্ৰীফল দানে সৰ্ব্বরত্নাঢ্য ও বহুপুত্রবর্তী হয় । চৈত্রমাসের সংক্রাপ্তিতে নবনী দানে নিৰ্ব্ব্যাধি হয় ও আস্তে স্বৰ্গলাভ হইয়া থাকে। প্রতিষ্ঠাকালে ঐ সমস্ত ফলই দিতে হয় । অসময়ে ফল গুলি শুষ্ক দিয়া তৎস্থলে সাময়িক অন্ত ভাল ফলও দিতে হয়। প্রথমে স্বস্তিবাচনাদ করিয়া সঙ্কল্প করিবে।–“অষ্মেত্যাদি—মহাবিষুবসংক্রান্ত্যামারভ্য দ্বাদশসংক্রাত্তিৰু ( একবৰ্ষং যাবৎ প্রতিসংক্রাস্ত্যাং ) অমুকগোত্রা শ্ৰীঅমুকী দেব বহুসন্তানকামা ( বিষ্ণুপ্রীতিকামা ) বা নারিকেলজাতিফলাদিদানরূপং ফলসংক্রাস্তিত্রতমহং করিম্ভে ॥” এইরূপে সংকল্প করিয়া ব্রাহ্মণ দ্বারা তত্ত্ববেদোক্ত স্বত্ত পাঠপূর্বক আসন শুদ্ধ্যাদি মাতৃকান্তাসাস্ত কাৰ্য্য সমাপনান্তে সুৰ্য্যাৰ্য্যদান, গণেশাদি-পঞ্চদেবতা, আদিত্যাদিনবগ্রহ ও ইন্দ্রাদি-দশদিকপালের পূজা এবং তৎপরে বাসুদেবের খ্যান করিবে । যথ1 = “ওঁ বাসুদেবং চতুৰ্ব্বাহুং সলক্ষ্মীকাং কিরীটিনম্। শঙ্খচক্ৰগদাপদ্মধারিণং "পীতবাসসমূ। তপ্তকাঞ্চনবর্ণভং গরুড়োপরিসংস্থিতম । প্রসন্নবদনং দেবং বন্দে মুনিগণৈঃ স্থতম্।” এইরূপে ধ্যান করিয়া বিশেষার্ঘ্য স্থাপনাস্তে পুনরায় ধ্যানপূর্বক “এজৎ আসনং ওঁ নমো ভগবতে বাসুদেবায় मम* श्रॆ क्लब পূজা করিয়া, পরে জপ ও স্তবপাঠাস্তে লক্ষ্মীপূজা করিবে। লক্ষ্মীর ধ্যান, ኟ¢