পাতা:পুরোহিত-দর্পণ.djvu/৪২৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩য় খণ্ড । 譬 বিবাহ । 8、○ মাতা ত্বভাবে সৰ্ব্বেষাং প্রকৃতে যদি বৰ্ত্ততে । তস্যামপ্রকৃতিস্থায়াং কন্যাং দদ্যুঃ স্বজাতয়ঃ ॥ পিত স্বয়ং কন্যাদান করিবেন বা র্তাহার অনুমতিক্রমে ভ্রাতাদিও দান করবেন । পিতার অভাবে পিতামহ, তদভাবে কষ্ঠার ভ্রাতা দান করিবেন । তদভাবে মাতুল, তদভাবে কন্যার মাতা এবং তাহার অভাব হইলে সকুল্য বা স্বজাতীয় কেত দান করিলেন । o সন্ধ্যায়tঞ্চ তথা হোমে দেবানামৰ্চনে সুধীঃ । বিবাঙ্গদে তু মাঙ্গল্যে কুরুক্ষেত্ৰং ন পাঠয়েৎ । সন্ধ্যোপাসনায়, হোমকার্য্যে, দেলাচনায় এবং লিবাহাদি মঙ্গলকার্য্যে “কুরুক্ষেত্ৰং গয়া গঙ্গা”—ইত্যাদি মন্ত্র পাঠ করিতে নাই । বিবাহ । বিবাহদিবসে কর্তা নিত্যক্রিয়া সমাধানন্তর নান্দীমুখশ্রাদ্ধ করিয়া যথাকালে কন্যা সম্প্রদান কলিলে । বিবাহলগ্নেব পূর্বেই সম্প্রদানস্থানের পশ্চিমাংশে পুৰ্ব্বদিকে মুখ করিয়া বরের আসন এবং উত্তরদিকে মুখ করিয়া সম্প্রদাতার আসন রাখিবে । * নিকটে বরসজ্জা ও নারায়ণ শিলা স্থাপন করিলে । মধ্যস্থলে অধিবাসের ঘট রাখিয়া কুশাঙ্গুরীয়ক, একটা ত্রিপত্র, দুইটী বিষ্টর ও মধুপর্ক সাজাইযা রাখিবে, এবং একখানি গামছায় পাচফল ( আমলকী, হরীতকী, বহেড়া, গুবাক ও জাতিফল ) ও আলুতা বাধিয়া রাখিবে । পূৰ্ব্বোক্তরূপে আসনাদি রাখা হইলে মিনি সম্প্রদান করবেন, তিনি ও জামাত স্ব স্ব আসনে উপবেশন করিয়া উভয়ে আচমনাদি করিবে । যথা,— ওঁ বিষ্ণুঃ ওঁ বিষ্ণুঃ ওঁ বিষ্ণু ; ওঁ তদ্বিষ্ণোঃ পরমং পদং সদা পশুন্তি সূরয়ঃ । দিবীর চক্ষুরাততম্ ॥ দুইহস্ত চিতভাবে সংলগ্ন করিয়া কৃতাঞ্জলিপূৰ্ব্বক পাঠ করিবেন —ওঁ অপবিত্রং , পবিত্রে বা সৰ্ব্বাবস্থাং গতোহপি বা । যঃ স্মরেৎপুণ্ডরীকাঙ্ক্ষং সবাহাভ্যন্তরঃ গুচিঃ । অনন্তর গণেশাদি দেবতাগণকে গন্ধপুষ্প প্রদান করিবেন, এতে গন্ধপুষ্পে ওঁ গণপতয়ে নমঃ, এতে গন্ধপুষ্পে ওঁ আদিত্যাদিনবগ্রহেভ্যো নমঃ, এতে গন্ধপুষ্পে ওঁ শিবাদি পঞ্চদেবতাভো নমঃ, এতে গন্ধপুষ্পে ওঁ ইন্দ্রাদি-দশদিকৃ ജ= ജ=ബ്ജ- جستایج = تعطی=تخصصیچ حمایت • जानक इरण मांठा *न्छिनबूरष ७ यहौऊ शूर्विजूष पनिब्रा थांदकन ।