পাতা:পুরোহিত-দর্পণ.djvu/৪২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৪২৬ পুরোহিত-দর্পণ । \O & } প্রতিবৃহত্তম"। জামাতা সেই কুশী দক্ষিণহস্তে গ্রহণ করিয়া বলিবেন—“ওঁ পাদ্যং প্রতিপৃহামি” । এবং কুশী ভূমিতে রাখিয়া দর্শনপূর্বক নিম্নলিখিত মন্ত্র পড়িবেন । “প্রজাপতিঋষিৰ্ব্বিরাড় গায়ন্ত্রীচ্ছন্দ আপো দেবতাঃ পাদপ্রক্ষালনার্থোদকবীক্ষণে বিনিয়োগঃ । ওঁ যতো দেবীঃ প্রতিপশু ম্যাপস্ততো মা ঋদ্ধিরাগচ্ছতু ॥” পরে জামাতা ঐ জল হইতে অঞ্জলি করিয়া জল লইয়া— “প্রজাপতিঋষিৰ্ব্বিরাড় গায়ত্ৰীচ্ছন্দঃ শ্ৰীদেবত সব্যপাদপ্রক্ষালনে বিনিয়োগঃ ! ওঁ সব্যং পদমবনেনিজেই স্মিনাষ্ট্রে শ্রিয়ং দধে” এই মন্ত্র পাঠ করিবেন এবং পূৰ্ব্বগৃহীত জলাঞ্জলি বামপাদে ফেলিবেন । পুনরায় সেই পাদ্যার্থ জল হইতে এক তাঞ্জলি জল লইয়া মন্ত্র পড়িয়া দক্ষিণপাদে নিক্ষেপ করিবেন, মন্ত্র যথ1, - “প্রজাপতিঋষিৰ্ব্বিরাড় গায়ন্ত্রীচ্ছন্দঃ শ্ৰীদেবতা দক্ষিণপাদপ্রক্ষালনে বিনিয়োগঃ। ওঁ দক্ষিণং পদমবনেনিজে অস্মিনাষ্ট্রে শ্রিয়মাবেশয়ামি” ৷ আবার এক অঞ্জলি জল লইয়া নিম্নলিখিত মন্ত্র পড়িয়া উভয়পাদে দিবে— "প্রজাপতিঋষিৰ্ব্বিরাড় গায়ত্ৰীচ্ছন্দঃ শ্ৰীদেব তা উভয়পাদ প্রক্ষালনে বিনিয়োগঃ। ওঁ পূৰ্ব্বমন্ত্যমপরমন্ত্যমুভে পাদবিবনেনিজে । রাষ্ট্রস্তদ্ধা অভয়স্তাবক্সদ্ধৈ" ॥ অনন্তর সম্প্রদাতা দুৰ্ব্বা, তাতপ তণ্ডুল ও গন্ধপুষ্পযুক্ত তীর্ঘ্য তাম্রপাত্রে বা শঙ্গে লইয়া—“ওঁ অৰ্ঘ্যমৰ্ঘ্যমর্ঘ্যং প্রতিগুহ্যতামূ” ॥ এই মন্ত্র পাঠ করিয়া জামাতাকে দিবেন এবং জামাতা অর্ঘ্য গ্রহণ করিয়া “ওঁ অৰ্ঘ্যং প্রতিগুহ্নামি । প্রজাপতিঋষিরঘ্যং দেবতা অর্থাপ্রতিগ্রহণে বিনিয়োগঃ। ওঁ অন্নস্ত রাষ্ট্র রসি রাষ্ট্রস্তে ভূয়াসমূ” মন্ত্রে জামাতা গৃহীত অধ্য আপনার মস্তকে দিবেন। পরে সম্প্রদানকারী আচমনীয় জলপাত্র লইয়া—“ওঁ আচমনীয়মাচমনীয়মাচমনীয়ং প্রতিগুহ্যতামূ” এই মন্ত্র উচ্চারণ করিয়া জামাতার হস্তে দিবেন। জামাতা, “ওঁ আচমনীয়ং প্রতিগুহ্নামি” বলিয়া উহা গ্রহণ করতঃ নিম্নলিখিত মন্ত্ৰ পড়িবেন,-“প্রজাপতিঋষিরাচমনীয়ং দেবতা আচমনীয়াচমনে বিনিয়োগঃ। ঔ যশোহসি যশো ময়ি ধেহি” ॥ এই মন্ত্র পাঠ করিয়া উত্তরমুখ হইয়া ঐ জলে আচমন করিবেন। পরে সম্প্রদাতা মধুপর্ক গ্রহণ করিয়া,—“ওঁ মধুপৰ্কে মধুপৰ্কে মধুপর্ক: প্রতিশৃঙ্কতামূ” এই মন্ত্র পাঠ করিয়া জামাতাকে দিবেন। জামাতা মধুপর্ক গ্রহণ করিয়া বলিবেন, “ওঁ মধুপৰ্কং প্রতিপৃহামি”।