পাতা:পুরোহিত-দর্পণ.djvu/৪২৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩য় খণ্ড । বিবাহ-হোমাদি। 8Հեծ বিবাহের পর দিবস কুশণ্ডিকা বা উত্তরবিবাহ হইয়া থাকে । ইহা বৰ্ত্তমান 2 || পরে পাত্রের কোন বন্ধু শরীর বস্ত্রে ঢাকিয়া জলপুর্ণ জলাশয় হইতে একটা কুম্ভ জলপূর্ণ করিয়া লইয়া, অগ্নির পূর্বদিক হইতে দক্ষিণদিকে আসিয়া উত্তরভিমুখে নিস্তব্ধভাবে দাড়াইয়া থাকিবে । অপর একটা বয়স্ত পাঁচুনী হাতে লইয়া পূৰ্ব্বমত আসিয়া কুস্তধারীর পূর্বভাগে ঐ ভাবে দাড়াইয়া থাকিবে । পরে কেহ অগ্নির উত্তরভাগে সাইপাতাযুক্ত চারি অঞ্জলি খৈ কুলার উপরে রাখিবে এবং তৎপশ্চিমে লোড়া সহিত শিলা পূৰ্ব্বাগ্র করিয়া রাখিবে। উহার পশ্চিমে বেণানিৰ্ম্মিত আসন বস্ত্রাচ্ছাদিত করিয়া রাখিবে। " অতঃপর স্থণ্ডিলের পশ্চিমদিকস্থ পূৰ্ব্বমুণী পাত্র আপনার দক্ষিণে অগ্নির বিপরীত মুখে দণ্ডায়মান স্নাতী কন্যাকে পরবর্তী মন্ত্রে নূতন কাপড় পরাইবেন ( আধুনিক প্রথায় কেবল স্পর্শ করিয়া মন্ত্র পাঠ করিলেই হয় ) । “প্রজাপতিঋষির্জগতীচ্ছন্দঃ পরিধাপয়িত্র্যো দেবতা অধোবস্ত্রপরিধাপনে বিনিয়োগঃ। ওঁ যা অকৃন্তন্নবয়ন যা অতন্বত যাশ্চ দেব্যে অন্তানভিতো ততস্থ । তাস্বা দেব্যে জরসা সংব্যয়ত্ত্বায়ুষ্ম ঈদং পরিধৎস্ব বাসঃ প্রজাপতিঋষিক্সিট্রুপছন্দঃ পরিধাপয়িত্র্যো দেবতা,উত্তরীয়-বস্ত্র-পরিধাপনে বিনিয়োগঃ ! ওঁ পরি ধাত্ত ধৰ্ত্ত বাসসৈনাং শতামুৰীং কৃণুত দীর্ঘমায়ুঃ । শতঞ্চ জীব শরদঃ সুবর্চ বস্থনি চর্য্যে বিভূজাসি জীবন ৷ ২ ৷ এই দ্বিতীয় মন্ত্রে যজ্ঞোপবীতের আকারে উত্তরীয় কাপড় পরিধাপন করাইবেন । পরে বধুকে অগ্নির দিকে মুখ করাইয়া জামত নিম্নলিখিত মন্ত্র পড়িবেন যথা—প্রজাপতিঋষিরকুটুপ ছন্দঃ সোমো দেবতা পত্যুঃ কন্যাপরিশয়নজপে বিনিয়োগঃ ! ওঁ সোমা দদদগন্ধৰ্ব্বায় গন্ধৰ্ব্বো দদদগ্নয়ে। রয়িঞ্চ পুত্রাংশ্চাদাদগ্নিৰ্ম্মহমথো ইমাম্ ॥ ৩ ॥ তৎপরে আপন দক্ষিণে অবস্থিত কটের শেষে বধূব দক্ষিণ পাদবিক্ষেপ করাইতে করাইতে, জামাতা বধুকে এই মন্ত্র পড়াইবেন,-প্রজাপতিঋষিদ্বিপাজ্জগতীচ্ছন্দঃ পতিদেবতা কটপাদ-প্রবর্তনে বিনিয়োগঃ । ওঁ প্র মে পতিষানঃ পস্থাঃ কল্পতাং শিবা অরিষ্টা পতিলোকং গমেয়ম্। যদি বধু এই মন্ত্র পাঠ না করেন, তবে জামাতা স্বয়ং নিম্নলিখিত মন্ত্র পড়িবেন,—প্রজাপতিঋষিদ্বিপাজগতীচ্ছন্দঃ পতিদেবতা কটপাদপ্রবর্তনে বিনিয়োগঃ । ওঁ প্রাস্তাঃ পতিষানঃ পন্থাঃ কল্পতাং শিবা অরিষ্টা পতিলোকং গম্যাঃ ॥ ৪ । পরে বধু স্বামীর দক্ষিণদিকে কটের পূৰ্ব্বে বসিবেন,