পাতা:পুরোহিত-দর্পণ.djvu/৪৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩য় খণ্ড । বিবাহ-হোমাদি । 8\రి) -اگ হইয়া আপন দক্ষিণহস্তদ্বারা বধুর অঞ্জলিরূপে স্থিত হস্তদ্বয়ের নীচে রাখিবেন । তৎপরে মাতা, ভাই কিম্বা অন্য ব্ৰাহ্মণ বামহাতে শমীপত্রযুক্ত থৈ কুলার উপর রাথিয়া ডান হাত দিয়া বধুর দক্ষিণপদের অগ্রভাগ শিলার উপর রাখিবেন। এই সময়ে জামাতা পরবর্তী মন্ত্র পড়িবেন। যথা—প্রজাপতিঋষিরক্সট্রুপ ছন্দেহশ্বা দেবতা আশ্বাক্রোমণে বিনিয়োগঃ। ওঁ ইমমশানমারোহাশ্মের ত্বং স্থিরা ভব। দ্বিষন্তমপ বাধস্ব মা চ ত্বং দ্বিষতামধঃ । ১ । পরে বধুর অঞ্জলির উপর জামাতা কর্তৃক একবার ঘূতবিন্দু দেওয়া হইলে, পূৰ্ব্বকথিত বধুর মা, ভাই বা অন্ত কোন ব্রাহ্মণ ঐ অঞ্জলির উপর চারিমুঠ খৈ দিবেন, এবং উহার উপর জামাতা দুইবাব ঘৃতবিন্দু দিবেন । ( ভুগু গোত্র হইলে প্রথমে দুইবার জামাতাপ্রদত্ত ঘূতবিন্দুর উপর পাচবার খৈ দেওয়া হইলে জামাত। আবার দুইবার ঘূতবিন্দু দিবে । ভৃগুগোত্র ভার্গব প্রবরদিগের এই বিশেষ ) । অতঃপর জামাতা কর্তৃক মন্ত্র পঠিত হইলে, বধু স্বামিস্পৃষ্ট অঞ্জলির অগ্রভাগ দ্বারা ঘৃতযুক্ত লাজহোম পরবর্তী মন্ত্রে করিবেন —প্রজাপতিঋষিরুপরিষ্টাজ্যোতিষ্মতীচ্ছন্দোইগ্নির্দেবতা লাজহোমে বিনিয়োগঃ। ওঁ-ইয়ং নার্যুপক্রতেহপ্পেী লাজানাবপত্তী । দীর্ঘায়ুৰ্বস্তু মে পতিঃ শতং বর্ষাণি জীবত্বেধস্তাং জ্ঞাতয়ো মম স্বাহা । ২ । পরে বর বধূকে সম্মুখে করিয়া মন্ত্র পাঠ করিবেন এবং দম্পত এই সময়ে পুর্বরক্ষিত খৈ, শিলা ও কলসী প্রভৃতি দ্রব্য সহিত এই মন্ত্রে বেষ্টন করিবেন,—প্রজাপতিঋষিক্সিছুপ ছন্দঃ কন্যা দেবতা কন্যাপরিণয়নে বিনিয়োগঃ। ওঁ কন্তলা পিতৃভ্যঃ পতিলোকং যতীয়মপ দীক্ষামযষ্ট । কন্যা উত ত্বয়া বয়ঃ ধারা উদন্তা ইবাতি গাহেমহি দ্বিমঃ ৷ ৩ ৷ পুনৰ্ব্বার পূর্ববৎ দম্পতা যথাস্থানে আগমন করিয়া বধু শিলানিকটে এবং জামাতা উত্তরমুখে দাড়াইয়া বধুর অঞ্জলি আপন ডানহাত দিয়া ধরিবেন । পরে বধুর মাতা, ভাই বা অন্য কোন ব্রাহ্মণ বধুর দক্ষিণ পাদদ্বারা পেষণী সহিত শিলার মধ্যস্থলে আক্রমণ করাইয়া জামাতা এই মন্ত্র পড়িবেন,— প্রজাপতিঋষিরকুটুপ ছন্দোহশ্বা দেবতা অশ্বক্রিমণে বিনিয়োগঃ । ওঁ ইমমশানমারোহাশ্মেব ত্বং স্থিরা ভব । দ্বিষস্তমপ বাধস্ব মা চ ত্বং দ্বিষতামধঃ- এই মন্ত্র পাঠ করা হইলে স্বামিদত্ত ঘূতবিন্দুযুক্ত অঞ্জলির উপর বধুর মা, ভাই বা অন্ত কোন ব্রাহ্মণস্বারা পূৰ্ব্বগৃহীত কুল হইতে চারিবার খৈ দেওয়া হইলে জামাতা ঐ খৈর উপর দুইবার ঘৃত দিয়া মন্ত্ৰ পড়িবেন এবং বধু পূৰ্ব্বমত খৈ দিয়া হোম করিবেন । মন্ত্র যথা,-প্রজাপতিঋষিরুপরিষ্টাবৃহত্তীচ্ছন্দোহর্য্যম