পাতা:পুরোহিত-দর্পণ.djvu/৪৩৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S) 한 1 বিবাহ-হোমাদি । 899 পরবর্তী মন্ত্র শুনাইবেন,–প্ৰজাপতিঋষিরেকপারিাট্‌ছন্দো বিষ্ণুর্ণেবতা কন্যাপাদাক্রমণে বিনিয়োগঃ ! ওঁ একমিষে বিষ্ণুম্বা ময়তু। ১। এই মন্ত্রে প্রথম মণ্ডলে দক্ষিণপাদ অর্পণ করাইবে । প্রজাপতিঋষিৰ্বিপাদ্বিরাট্‌ছন্দো বিষ্ণুদেবতা পাদাক্রামণে বিনিয়োগঃ ! ওঁ দ্বে উর্জে বিষ্ণুস্বা নয়তু। ২। এই মন্ত্রে দ্বিতীয় মণ্ডলে ডান পা দিয়া, অপর পা প্রথম মণ্ডলে আনাইবে । প্রজাপতি ঋষিন্ত্রিপাদ্বিরাটুছন্দো বিষ্ণুদেবতা পাদাক্রমণে বিনিয়োগঃ। ওঁ ত্ৰাণি ব্রতায় বিষ্ণুত্বা নয়তু। ৩ । প্রজাপতিঋষিশ্চতুস্পাদ্বিরাট্‌ছন্দো বিষ্ণুদেব তা পাদা ক্রামণে বিনিয়োগঃ ! ওঁ চত্বারি মায়োভবায় বিষ্ণুত্ব নয়তু । ৪ । প্রজাপতিঋষিঃ পঞ্চপাদবিরাট্‌ছন্দো বিষ্ণুদেবতা পাদ্যক্রমণে বিনিয়োগঃ। ওঁ পঞ্চ পশুভ্যো বিষ্ণুস্ব নয়তু। ৫ । প্রজাপতিঋষিঃ ষটুপাদ্বিরাট্‌ছন্দো বিষ্ণুদেবতা পাদাক্রমণে বিনিয়োগঃ ওঁ ষড়,ায়স্পোষায় বিষ্ণুস্থ নয়তু। ৬। প্রজাপতিঋষিঃ সপ্তপাদ্বিরাষ্ট্র ছন্দো বিষ্ণুদেবতা পদোক্রমণে বিনিয়োগঃ। ওঁ সপ্ত সপ্তত্ত্যে হোত্রাভ্যো বিষ্ণুস্ব নয়তু। ৭ । সপ্তপদীগমন শেষ হইলে সেই স্থানে স্থিত বধূ সম্বন্ধে জামাতা নিম্নলিখিত মন্ত্র পড়িবেন,—প্রজাপতিঋমিঃ সীমিকী পঙক্তিচ্ছন্দঃ কন্যা দেবতা পাদা ক্রামণানন্তরমাশাসনে বিনিয়োগঃ । ওঁ সখা সপ্তপদী ভব সখ্যন্তে গমেয়ং সখ্যন্তে মা যোষাঃ সখ্যন্তে মাযোষ্ট্যাঃ ১ । পরে জামাতা বিবাহপ্রদর্শক লোকসকল-সম্বন্ধে সম্ভাষণস্বচক মন্ত্র পাঠ করিবেন, যথা—প্রজাপতিঋষিক্সিছুপছন্দ আশাস্তমান দেবতা বিবাহপ্রেক্ষকজন মন্ত্রণে বিনিয়োগঃ । ওঁ সুমঙ্গলীরিয়ং বধূরিমাং সমেত পশুত । সৌভাগ্যমস্তৈ দত্বা যথাস্তং বিপরেতন । ২ । পরে জলকলসধারী কোন বন্ধু অগ্নির পশ্চিমদিকের পথদ্বারা বেষ্টন করিয়া সপ্তপদী স্থানে আসিয়া, বর কর্তৃক মন্ত্র পঠিত হইলে, বরের মস্তকে পূৰ্ব্বরক্ষিত কলস হইতে জল লইয়া অভিষেক করিবে । মন্ত্র যথা—প্রজাপতিঋষিরশ্নইপ ছন্দো বিশ্বেদেবী দেবতা যুদ্ধাভিষেচনে বিনিয়োগঃ। ওঁ সমঞ্জস্তু বিশ্বেদেবাঃ সমাপে হৃদয়ানি নে । সংমাতরিশ্বা সন্ধাতা সমুদেন্ত্রী দধাতু নেী । ৩ । পুনরায় এই মন্ত্র পাঠ করিলে বন্ধু অথবা অন্য কেহ পূৰ্ব্বমত বধুর মস্তকে জল দিবেন । পাণিগ্রহণ l—জামাতা সপ্তমগুলিকার শেষতাগে স্থিত বধুর দক্ষিণহস্তপৃষ্ঠে অঙ্গুলিসকলের মূলদেশসমীপে আপন অধোনিহিত দক্ষিণহস্ত রাখিয়া পরবর্তী ছয়ট মন্ত্র পাঠ করিবেন। যথা,-প্রজাপতিঋষিঞ্জিট্রপছন্দো ভগদয়ে।