পাতা:পুরোহিত-দর্পণ.djvu/৪৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
৩য় খণ্ড ।
গৃহারম্ভ ।
৪৫৭


ভাদ্রাদিতে পূৰ্ব্বাদিদিকে মস্তক রাখিয়া তিনমাস করিয়া বামপাখে নাগ শয়ন করে । সেই নাগক্রোড়ে গৃহ প্রস্তুত প্রশস্ত । মহাভারতে উক্ত হইয়াছে, ভাদ্র, আশ্বিন, কাত্তিক মাসে উত্তরমুখ ; অগ্রহায়ণ, পৌষ, মাঘ মাসে পূৰ্ব্বমুখ ; ফাত্তন, চৈত্র, বৈশাখ মাসে দক্ষিণমুখ ; জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ মাসে পশ্চিমমুখ গৃহ হইবে । পুরোহিত নিত্যপূজাদি শেষকরণানন্তর, পরবর্তী মন্ত্রে সঙ্কল্প করিবেন,— বিষ্ণুরোম্ তৎসদদ্য অমুকে মাসি অমুকে পক্ষে অমুকতিথেী অমুকগোত্ৰঃ শ্ৰীঅমুকদেবশৰ্মা অমুকগোত্রস্ত শ্ৰীঅমুকদেবশৰ্ম্মণঃ এতদ্বাস্তু সৰ্ব্বদোষোপশমনকামে৷ বাস্তপূজনমহং করিন্যামি । বাস্তুর অগ্নিকোণে হস্তপ্রমাণ দীর্ঘ ও প্রস্থ চতুরঙ্গুলি গভীর স্থান গোময় দ্বারা লেপন করিয়া জলপূর্ণ গৰ্ত্তে কিম্বা শালগ্রামশিলায় পশ্চাল্লিখিত দেবতাগণকে যথাশক্তি পূজা করিবে -এষ গন্ধঃ ওঁ গণেশায় নমঃ ( এই ক্রমে ) সূৰ্য্যায়, সোমায়, মঙ্গলায়, বুধায়, বৃহস্পতয়ে, শুক্রায়, শনৈশ্চরায়, রাহবে, কেতুভ্যঃ, ইন্দ্রাদিদশদিক্‍পালেভ্যঃ, ক্ষেত্রপালেভাঃ, ভূতক্রুরগ্রহেভ্যঃ, ক্রুরভূতেভ্যঃ,ব্ৰহ্মণে, বাস্তুপুরুষায়, শিখিনে, পর্জ্জন্যায়, জয়ন্তায়, ইন্দ্রায়, স্বৰ্য্যায়, ভূশায়, আকাশায়, বায়বে, পুষ্ণে, বিতথায়, গৃহক্ষতায়, যমায়, গন্ধৰ্ব্বায়, ভূঙ্গরাজায়, মৃগায়, পিতৃভ্যঃ, দেীবারিকায়, সুগ্ৰীবায়, পুষ্পদস্তায়, বরুণায়, অসুরায়, শেযায়, পাপায়, রোগায়, আহয়ে, দুঃখায়, ভল্লাটায়, সোমায়, আদিত্যৈ, দিত্যৈ, অপায়, সাবিত্র্যৈ, জয়ায়, রুদ্রায়, অৰ্য্যয়ে, সবিত্রে, বিবস্বতে, ইন্দ্রায়, মিত্রায়, রাজ্যক্ষ্মণে, পৃথ্বীধরায়, আপবৎসায়, ব্রহ্মণে, চরক্যৈ, বিদার্য্যৈ, পূতনায়ৈ, পাপরাক্ষস্তৈ, স্কন্দায়, অৰ্ঘ্যায়, জস্তকায়, পিলিপিঞ্জায় । পরে, বিষ্ণুর পূজা করিয়া,—“ওঁ নমস্তে বহুরূপায় বিঞ্চবে পরমাত্মনে স্বাহা” মন্ত্রে পুষ্পাঞ্জলি দিবে। তৎপরে নিম্নলিখিত দেবতাদিগের পুজা করিবে, যথা,--শ্রিয়ৈ । বাসুদেবায় । বাসুদেবকে অর্ঘ্যদান মন্ত্ৰ—ওঁ আধারশক্তিরূপত্বং কুৰ্ম্মরূপী জনাৰ্দ্দন । গৃহাণাৰ্য্যং ময় দত্তমাচন্দ্রার্কং স্থিরো ভব। পৃথিব্যৈ, শঙ্খদ্বারা দুগ্ধসমম্বিত অর্ঘ্য লইয়া নিম্নলিখিত মস্ত্রে পৃথিবীকে প্রদান করিবে,— ওঁ অত্র তিষ্ঠন্তি যে নাগা ভূমিষ্ঠ ভূমিপালকাঃ । অপসৰ্পস্তু তে সৰ্ব্বে গৃহাণাৰ্য্যং ধরিত্রি মে । হিরণ্যগর্ভে বসুধে শেষস্যোপরিশায়িনি। বসাম্যহং তব পৃষ্ঠে গৃহাণাৰ্য্যং ধরিত্রি মে ॥ বসুধার নিকট এই বলিয়া প্রণাম করতঃ প্রার্থনা করিবে—ওঁ শুভে ;