পাতা:পুরোহিত-দর্পণ.djvu/৪৭৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩য় খণ্ড । * চুড়াকরণ । 8ፃፃ সৰ্ব্বপ্রায়শ্চিত্ত হোম-সঙ্কল্প করিয়া—“অগ্নে ত্বং লিখুনামাসি”—এইরূপে নামকরণ করতঃ “এতৎ পাদ্যং ওঁ বিধুনায়ে অগ্নয়ে নমঃ" এই ক্রমে পূজাপূর্বক হোম করিবে—“ওঁ ত্বং নে অগ্নে ইত্যাদি। ইন্দ্রমবিরুণাভ্যাম্। ওঁ স ত্বং নো অগ্নে—ইত্যাদি ৷ ইদমগ্নিবরুণাভ) । ওঁ আয়াশ্চাগ্নে ইত্যাদি । ইদমগ্নয়ে । ওঁ যে তে শতং—ইত্যাদি । ইদং বরুণায় সবিত্রে বিষ্ণবে বিশ্বেভ্যো দেবেভ্যো মরুদ্ভ্যঃ স্বর্কেভ্যঃ ! ওঁ উদ্ভুত্তমং—ইত্যাদি। ইদং বরুণায়। প্রাজাপত্য হোম—ওঁ প্রজাপতয়ে স্বাহা । ইদং প্রজাপতয়ে । এই মন্ত্রে হোম করিয়া অবশেষে প্রাশন করিয়া ব্ৰহ্মদক্ষিণা দিবে। Ε. পরে কৃতমঙ্গল কুমারকে আনয়নপূর্বক নিম্নলিখিত মন্ত্রে অন্নপ্রাশন করাইবে শূদ্র হইলে বিনা মন্ত্রে অন্নপ্রাশন করাইবে । (অন্ন দুইটি পাত্রে পরিবেশন করিতে হয়,--একটি নাগাদির, একটি বালকের ) । মন্ত্র “অমৃতোপস্তরণমসি” এই মন্ত্রে গণ্ডুষ করিয়া,—প্রাণায় স্বাহ ; অপানায় স্বাহা ; সমানায় স্বাহা ; উদানায় স্বাহ ; ব্যানায় স্বাহা ;–মুখে অন্নস্পর্শ করাইয়া মাটিতে ক্ষেপণ করিয়া, অন্ন গ্রহণপূর্বক পাঠ করিবে—ওঁ অন্নপতেইস্নস্ত নে দেখ নমীবস্ত গুক্মিণঃ । প্র প্রদাতারস্তারিষ উর্জন্নো ধেহি দ্বিপদে চতুষ্পদে বিশ্বকৰ্ম্মণে স্বাহা ।” এই মন্ত্রে প্রাশন করিবে । ওঁ ইঙ্গত্বং— ইতি ব্রাহ্মণাদির। শূদ্রের বিনামস্ত্রে। পরে আরও দুই একবার বালকের ক্ষুন্নিবারণ স্বরূপ প্রদান করিবে । অতঃপর শান্তিকৰ্ম্ম, দক্ষিণা-দান ও অচ্ছিদ্রাবধারণ প্রভূতি যথানিয়মে করিবে । - துற_iயம் চুড়াকরণ। পিতা নিবন্ধোক্ত কালে শুভদিনে নিত্যকৰ্ম্ম সমাপনপূর্বক স্বস্তিবাচনাদি করিয়া সঙ্কল্প করতঃ গৌৰ্য্যাদি-ষোড়শ-মাতৃক পূজা, বসুধারা ও বৃদ্ধিশ্রাঙ্ক আদি সম্পাদন করিয়া তিনটি ভোজ্য উৎসর্গ করিবে, ষথা-অৰ্চনাদি করিয়া “অস্তেত্যাদি অমুকগোত্রস্ত , শ্ৰীঅমুকদেবশৰ্মণঃ চুড়াকরণকৰ্ম্মণি কৰ্ত্তব্যে— যথাসম্ভব-গোত্রনায়ে ব্রাহ্মণায়াহং দদে” । তদনন্তর তাম্বুলাদি দক্ষিণ দিয়া অগ্নিস্থাপন করিবে । , . . .