পাতা:পুরোহিত-দর্পণ.djvu/৪৮৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఇtyళి । পুরোহিত-দর্পণ । 핵한 1 বেদান্থতি হোম করিবেন । ( বেদারস্তু দেখ )। তৎপরে সর্ববেদ সাধারণ আহুতি দিবে ( বেদারস্ত দেখ )। তৎপবে অম্বারস্তপূর্বক মহাব্যাহতি হোম করিবে । মহাব্যাহতি হোম যথা—ওঁ ভূঃ স্বাহা । ইদং ভূ । ওঁ ভুবং স্বাহা । ইদং ভূবঃ ॥ ওঁ স্বঃ স্বাহা । ইদং স্বঃ ॥ প্রায়শ্চিত্তহোম ;–সংকল্প করিবে—( পুৰ্ব্ব পদ্ধতিতে সংকল্পের বাক্য দেখ ), তৎপরে পূর্ব নিয়মানুসারে অগ্নির “বিধু" এই নামকবণ, আবাহন ও পূজা করিয়া—“ওঁ ত্বং নো অগ্নে” ইত্যাদি পূৰ্ব্ব মন্ত্রাদিতে হোম করবে। তৎপরে পূর্ব-বিধানে ও মন্ত্রে স্বিষ্টিরুদ্ধোম প্রভৃতি সম্পাদন পূর্বক সংস্রব প্রাশন ও আচমন করতঃ ব্ৰহ্মদক্ষিণা দিলে । তদনন্তর “ওঁ পৃথিবি ত্বং শীতলা ভব” । এই মন্ত্রে অগ্নির ঈশান কোণে যুদ্ধাদি প্রদান করিবে। “ওঁ কগুপস্য ত্র্যায়ুষমূ”—ইত্যাদি মন্ত্রে তিলক কবিবে। ব্ৰহ্মচারী গুরুর পাদোপসংগ্রহণ কবিয়া সায়ং প্রাতঃ উভয়কালে সমিধাধান বিধানে সমিধাধান করিলেন । পরে অগ্নির উত্তরে প্রাগগ্র কুশোপরি পশ্চিমাদি হইতে পঙক্তি ক্রমে পূৰ্ব্বস্থাপিত জলপূর্ণ কলসসমূহ পশ্চিমদিক্রমে এক একটী কলস হইতে এক এক অঞ্জলি জল লইয়া আত্মাকে অভিষেক করিবেন । “ওঁ যেহপ স্বন্তরঞ্জয়ঃ প্রবিষ্ট গোহ উপগোহ ময়ূযো মনোহাঃ থলো বিরুজস্তনুদৃষিরিন্দ্রিয়হ তান বিজহামি যো রোচনস্তমিহ গৃহ্নামি”—মন্ত্রপাঠ করিয়া পশ্চিম কলসী হইতে জল লইয়া—“ওঁ তেন মামভিবিঞ্চমি শ্রিয়ৈ যশসে ব্রহ্মণে ব্ৰহ্মবর্চসায়। ওঁ যেন শ্রিয়মকৃণুতং যেনাপামৃষতং সুরাম্ ! যেনাক্ষানভ্যষিঞ্চতং ং তদশ্বিনা যশঃ”। এই মন্ত্রে অভিষেক করিবেন। পরে পূর্বস্থাপিত দ্বিতীয় কলস হইতে পূৰ্ব্বোক্ত মস্ত্রে পূর্ববৎ জল লইয়া—“ওঁ আপো হি ঠা”— ইত্যাদি মন্ত্রে অভিষেক করিবেন। তৎপরে তৃতীয় কলস হইতে পূৰ্ব্ব মন্ত্রে জল লইয়া—“ওঁ যে বঃ শিবতমো রসঃ”—ইত্যাদি মন্ত্রে অভিষেক কারবেন। পূৰ্ব্বোক্তরূপ মস্ত্রে চতুর্থ কলস হইতে জল লইয়া “ওঁ তস্মা অরঙ্গমাম” ইত্যাদি মন্ত্রে অভিষেক করিবেন । পরে উক্ত মস্ত্রেই পঞ্চমাদি কলস হইতে জল পইয়া তুর্কীস্তাবে অভিষেক করিবেন। ● তৎপরে নিম্নমন্ত্র পাঠ করিয়া মস্তকের উপর দিয়া মেখলা উন্মোচন করিবেন, মন্ত্র যথা,-“ওঁ উদ্ভুত্তমং বরুণ পাশমম্মদবাধমং বি মধ্যমং প্রথায় । অখা বয়মাদিত্য ব্রতে তলানাগসো অদ্বিতয়ে স্যাম” । । , . . . . উন্মোচিত মেখলা ভূমিতে নিক্ষেপপূৰ্ব্বক ভুকীভাবে সূত্ন বস্ত্র পরিধান