পাতা:পুরোহিত-দর্পণ.djvu/৫০৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

T@..? পুরোহিত-দর্পণ । ৩য় খণ্ড । চুড়াকরণ । এই সংস্কারে সত্যনামা অগ্নি স্থাপনীয়। প্রাতঃকালে পিতা নিত্যক্রিয় সমাপ্রনান্তে গৌর্য্যাদিষোড়শ-মাতৃকার পূজা, বসুধারা দান, আয়ুষ্যস্বত্ত জপ ও বৃদ্ধিশ্রাদ্ধ সম্পন্ন করিয়া ছায়ামণ্ডপে আলেপনাদি লিখিত বেদীমধ্যে সপল্লব পুর্ণকুন্ত স্থাপন করিবেক । অনন্তর মাতা কুমারকে ক্রোড়ে লইয়া পতিব বামপাশ্বে উপবেশন করিবে । হোতা উপলেপনাদি আজ্যভাগ্যস্ত কৰ্ম্ম করিয়া অগ্নির উত্তরে আস্তীর্ণ কুশে - পবি ব্রীহি, যব, মাষ ও তিলপূর্ণ শরাব-চতুষ্টয় এবং বলীবর্দগোময়, শমীপত্র, শীতোষ্ণোদক ও নবনীতপূর্ণ পঞ্চশরাব অগ্নির পশ্চিমে মাতার নিকট পৃথক পৃথকৃ স্থাপন করিবেন । মাতার দক্ষিণভাগে পিতা একবিংশতি কুশ-পিঞ্জলী স্থাপন করিবেন। পবে নিম্নলিখিত চারিটি মন্ত্রে ঘৃত দ্বারা অগ্নিতে চারিটি আহুতি দিবে—“অগ্ন আয়ুংষীতি ত্র্যর্চস্য শতং বৈখানসা ঋষয়োহগ্নিঃ পবমানে৷ দেবতা গায়ন্ত্রীচ্ছন্দ অাজ্যহোমে বিনিয়োগঃ ! ওঁ অগ্ন আয়ুংষি পবস আ সুবোর্জ মিষঞ্চ নঃ । আরে বাধস্ব দুচ্ছনাং স্বাহা । ইদমগ্নয়ে পবমানায়। ওঁ অগ্নিঋষিঃ পরমানঃ পাঞ্চজন্যঃ পুরোহিতঃ তমীমহে মহাগয়ং স্বাহা । ইদমগ্নয়ে পরমানায়। আগ্নে পরস্ব স্বপা অন্মে বর্চঃ সুবীর্যাং । দধদ্রয়িং ময়ি পোষং স্বাহা । ইদমগ্নয়ে পবমানায়। প্রজাপতিরিতাস্য হিরণ্যগৰ্ভধষিঃ প্রজাপতিদেবতা ত্রিটুপ ছন্দ আজাহোমে বিনিয়োগঃ ! ওঁ প্রজাপতে ন ত্বদেতান্তন্তো বিশ্ব জাতানি পরি তা বভূব । যৎকামাস্তে জুহমস্তম্নো অস্তু বয়ং স্যাম পতয়ে। রয়ীণাং স্বাহা । ইদং প্রজাপতয়ে ।" ും তদনন্তর তিনটি শ্বেত শল্পকীকণ্টক দ্বারা কুমারের কেশোৰ্দ্ধ দক্ষিণ কর্ণেপ্ররি ও বাম কর্ণেপরি অঙ্গ স্থাপনপূর্বক দক্ষিণস্থ ভাগ দ্বারা ভাগচতুষ্টয় করবে। তৎপরে কুমারের পশ্চিমদিকে থাকিয়া হস্তে শীতলোঞ্চজলপূর্ণ শরীরস্বয় লইয়া যুগপৎ অন্যপাত্রে মিশ্রিত করিবে, মন্ত্র যথা—“ওঁ উঞ্চেন বায় উদকেনেহি ।” ■ তৎপরে কিঞ্চিৎ মিশ্রিত জল ও নবনীত লইয়া কুমারের দক্ষিণ কেশভাগের উপরে নিয়মন্ত্র পাঠ করিয়া তিনবার ক্লিন্ন করিবে । মন্ত্র যথা— “অদিতিঃ কেশীনিতাস্য প্রজাপতিখরিদিতির পশ্চ দেবতা গায়ন্ত্ৰীছদশমুড়াকরণে বিনিয়োগ ওঁ অদিতিঃ কেশানু বপাপ উন্দন্তু বঙ্গলে ।”