পাতা:পুরোহিত-দর্পণ.djvu/৫০৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩য় খণ্ড । চুড়াকরণ। (teసే অনুত্ত্বর হোতা তিনটি কুশপিঞ্জলী লইয়া কুমারের উক্ত কেশভাগে নিম্নমন্ত্র পাঠ করিয়া স্থাপন করিবেন,—“ওঁ ওষধে ইত্যস্ত প্রজাপতিঋষিরোষধিদেবতা গায়ন্ত্রীছদশ ডাকরণে বিনিয়োগ ওঁ ওষধে ত্রায়স্বৈনম্।” তাম্রফুর গ্রহণপূর্বক পাঠ কবিলে—স্বতি ইত্যস্ত প্রজাপতিঋষিঃ স্বস্থিতিদেবতা গায়ন্ত্ৰীচ্ছন্দশসূড়াকরণে বিনিয়োগঃ। ওঁ স্বধিতে মৈনং হিংসীঃ” ॥ —(ইতি পীড়ন করিলে ) । লৌহকুর গ্রহণ করতঃ পাঠ করিবে,—“ওঁ যেন ভূয়শ্চরাত্যয়ং জ্যোক্ চ পশুতি সূৰ্য্যং। তেন তে আয়ুষে বপামি সুশ্লোক্যায় স্বস্তয়ে ।”–এই মন্ত্র পাঠ করিয়া দর্ডপিঞ্জলী সহ কেশ ছেদনপূর্বক শমীপত্রসহ কুমারের মাতার হন্তে প্রদান করিবে, মাতা গোময়-শবাবে নিক্ষেপ করিবেন । চতুর্থভাগ নাপিতের দেওয়া কর্তব্য । নিয়মন্ত্র পাঠপূৰ্ব্বক হোতা অঙ্গুষ্ঠ ও কনিষ্ঠাঙ্গুলি-যোগে ক্ষুরধার মার্জনা করিবে,—“যৎ ক্ষুরেণেত্যস্ত প্রজাপতিঋষিঃ ক্ষুরো দেবতা ক্ষুরধারমার্জনে বিনিয়োগঃ। ওঁ যৎ ক্ষুরেণ মৰ্চয়তা সুপেশস বস্তা বপসি কেশান। শুন্ধি শিরো মাস্তায়ঃ প্র মোমীঃ ” নাপিতকে ক্ষুর প্রদান করিয়া হোতা বলিবেন,—শীতোষ্ণাভিরস্তিরবর্থং কুৰ্ব্বাণোহফুখন কুমারং কুশলী কুরু" । নাপিত বলিবে,—“করবাণি” ! অতঃপর নাপিত অগ্নিসমীপে কুমারেব সমস্ত কেশ মুগুন করিবে । তৎপরে পতি-পুত্রবর্তী নারীগণ কুমারকে বেদীতে লইয়া মঙ্গলাচার সহকারে স্বান করাইয়া অলঙ্কারে বিভূষিত করিবেন এবং কর্ণবেধ করাইয়া মাতৃ-ক্রোড়ে দান করিবেন। তদনন্তর প্রায়শ্চিত্ত হোম, স্বিষ্টিকৃদ্ধোম সমাপনপূর্বক দক্ষিণ প্রদান ও অচ্ছিদ্রাবধারণ করিবেন । - নাপিতকে ত্রীহি প্রভৃতি পূর্ণ শরাবচতুষ্টয় দান করিতে হয়। কেশসমূহ বংশবিটপী প্রভৃতিতে বা গুচি প্রদেশে নিক্ষেপ করিবে ।