পাতা:পুরোহিত-দর্পণ.djvu/৫২৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩য় খণ্ড । দশকৰ্ম্মের বিবিধ জ্ঞাতব্য । 6tS లి அ_ற்கம் அம்மா করিতে হইবে, সেদিনে নান্দীমুখাদি শ্ৰাদ্ধ এবং কুশণ্ডিক একবার মাত্র । করিয়া প্রকৃত কৰ্ম্ম পৃথকৃ পৃথক করিতে হয়,--অর্থাৎ অগ্নির নামকরণ হইতে প্রকৃত কৰ্ম্ম সমস্তগুলি সমাপ্ত করিয়া তৎপরে উদীচ্য কৰ্ম্মাদি করিয়া পুর্ণহোম ও দক্ষিণান্ত প্রভূতি করিলেই কাৰ্য্য সিদ্ধ হইবে । পৌষাদি-চতুরে মাসান জ্ঞেয় বৃষ্টিরকালজা । একেনাহা চৈকদিনং দ্বিতীয়েন দিনত্রয়ম্। তৃতীয়েন তু সপ্তাহং ত্যজেদ কালবর্ষণে ॥ পৌষ, মাঘ, ফাল্গুন ও চৈত্র এই চারিমাসে বৃষ্টি হইলে অকাল হয়। এক দিন বৃষ্টি হইলে এক দিন অকাল, ক্রমান্বয়ে দুই দিন বৃষ্টি হইলে তিন দিন অকাল, এবং ক্রমান্বয়ে পর পর তিন দিন বৃষ্টি হইলে সপ্তাহ অকাল হয় । ভূমিতে গোচরণাঙ্কিত হয়, এরূপ পরিমাণ বৃষ্টি হইলে, তাহাকেই বৃষ্টি হইয়াছে বলিয়া জানিতে হয় । উপনয়ন, বিবাহ, ব্রতগ্রহণ প্রভৃতি যে সকল কাৰ্য্য অকালে নিষিদ্ধ, বৃষ্টিপাত জন্য এরূপ অকাল হইলেও সে সকল করিতে নাই । গৰ্গমুনি বলেন,—জ্যৈষ্ঠমাস ও অগ্রহায়ণ মাসে প্রথম-গর্ভসস্তুত জ্যেষ্ঠ পুত্র ও জ্যেষ্ঠ কন্যার বিবাহ, চুড়া, উপনয়নাদি করিতে নাই। নিতান্ত অরক্ষণীয় হইলে প্রথম দশ দিন পরিত্যাগ করিয়া করিতে হয় । মকু বলিয়াছেন ;-গঙ্গা, যমুনা, সরস্বতী ভিন্ন নদী নাম্নী, মালতী তুলসী ভিন্ন বৃক্ষ নায়ী, রেবতী রোহিণী ও অশ্বিনী ভিন্ন নক্ষত্র নামী এবং বরের মাতৃনামী, পক্ষিণী নাম্নী বা ভীষণ নাম্নী অথবা অর্থশূন্ত নায়ী কন্যা বিবাহ করিবে মা, কিন্তু বিবাহকালে নামান্তর করিয়া বিবাহ করা যায় । বিবাহ পক্ষে নিম্ন প্রকার বিধি-নিষেধগুলির প্রতি দৃষ্টি রাখিতে হয় । সমানপ্রবরা ও সগোত্রা কন্যা বিবাহ নিষিদ্ধ। শূদ্রের আপন হইতে ভন চতুর্দশ পুরুষের মধ্যবৰ্ত্তিনী কন্যা ব্যতিরেকে সগোত্রা কন্যাও বিবাহ করিতে পারে । মাতামহ-গোত্রে ব্রাহ্মণের বিবাহ করিতে নাই । বাৎস্ত গোত্রে ও সাবর্ণ গোত্রে বিবাহ নিষিদ্ধ, কারণ উক্ত উভয় গোত্রে সমান প্রবর । . ভিন্ন গোত্রোৎপন্ন হইলেও যে সকল কন্যা পিতৃসপিণ্ডু-অর্থাৎ বরের ' পিতাতে পিতামহাদি উৰ্দ্ধতন সপ্তমপুরুষ যাবৎ গণনা করতঃ সেই সপ্তমপুরুষের প্রত্যেকের বংশীয় বা তনয়াপরম্পরায় উৎপন্ন অধস্তন ( বীজীপুরুষ হইতে )