পাতা:পুরোহিত-দর্পণ.djvu/৫২৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Q文8 পুরোহিত-দৰ্পণ । * ৩য় খণ্ড । সপ্তমপুরুষ-মধ্যবৰ্ত্তিনী যে সকল কন্যা, তাহা বিবাহযোগ্য নহে। ঐ প্রকার পিতৃ-সপিণ্ডার ছায় মাতামহসপিণ্ডা কস্তাও পরিত্যাগ করিবে,--অর্থাৎ ববের মাতামহকে লইয়া প্রমাতামহাদি উৰ্দ্ধতন পঞ্চম পুরুষের প্রত্যেকের পুত্র বা তনয়াপরম্পরায় উৎপন্না নিম্ন পঞ্চম-পুরুষের মধ্যবৰ্ত্তিনী যে সকল কন্যা, তাহাও বিবাহ করিতে নাই । মাতামহ-সপিণ্ড্য পঞ্চম এবং পিতৃ-সাপিণ্ড্য সপ্তমপুরুষ পর্য্যন্ত বিবাহ নিষিদ্ধ । সকল স্থানেই বরের পিতৃপক্ষে সপ্তমী কন্যা এবং মাতৃপক্ষে পঞ্চমী কন্যা বিবাহ করিতে নাই ;—ইহার পরবর্তী কন্যাকে বিবাহ করিতে পারা যায় । কোন কোন ঋষির মতে পিতৃপক্ষে মণ্ঠী ও মাতৃপক্ষে চতুর্থী কন্যা বিবাহ করা যাইতে পারে । পিতার ও মা তার মাসী পিসী তার মামার বংশপরম্পরোৎপন্ন অধস্তন সপ্তমী ও পঞ্চমী কন্যা যাবৎ বিবাহ করা যায়। পিতার পিসীর তনয়, পিতার মাসীর তনয় ও পিতার মামার তনয়রূপ পিতৃবন্ধুত্রয় হইতে পরম্পরাক্রমে সপ্তমী কন্যা যাবৎ অবিবাহা । এই প্রকার মাতার পিসীর তনয় মাতার মাসার তনয় তার মাতার মামার তনয়রূপ মাতৃবন্ধুত্রয় হইতে অধস্তন বংশপরম্পরাক্রমে উৎপন্ন পঞ্চমী কন্যা যাবৎ পরিত্যাজ্য , কিন্তু পিতা ও মাতার পিসী বা মাসীর সপত্নী কন্যাদির সঙ্গে বিবাহ হইতে নিষেধ নাই ; কেম না তাহাদেব সহিত কোম বৈজিক সম্বন্ধ নাই । পূৰ্ব্বোল্লিপিত সপিণ্ডাদি নিযিদ্ধ কন্যা সকল ত্ৰিগোত্রান্তরিত হইলে বিবাহ যোগ্য হয় । ত্ৰিগোত্রান্তরিত কস্তা এইরূপে গণনা করিতে হয় ;—প্রতিযোগী গোত্রচতুষ্টয় গ্রহণপূর্বক উৰ্দ্ধতন গণনায় ( সপ্তমী পঞ্চমা মধ্যগত জষ্ঠ) কন্যা পরিত্যাজ্য বলিয়া গণনীয় হইলে প্রতিযোগী গোত্র লইয়া চতুর্থগোত্রা কন্যাকে বিবাহ করা যায় । বরের পিতা এবং পিতার মামাতো ভাই, মাসীতো ভাই ও পিসীতে ভাই এবং চতুষ্টয় ব্যক্তি পিতৃপক্ষে অর্থাৎ পিতৃসম্বন্ধে ইহাদিগের সহিত সম্বন্ধ আর বরের মাতামহ এবং মাতার মামাতো ভাই, মাসীতে ভাই ও পিসীতে ভাই এই চতুষ্টয় ব্যক্তি মাতৃপক্ষের অর্থাৎ মাতৃসম্বন্ধই ইহাদিগের সহিত সম্বন্ধ । ইহাদিগকে গণনার প্রতিযোগী বলা যায়, অর্থাৎ ইহাদিগকে লইয়া উৰ্দ্ধ বা অধঃ-পিতৃপক্ষে সাত পুরুষ ও মাতৃপক্ষে পাঁচ পুরুষ পৰ্য্যন্ত গণনা করিতে হয় । বিমাতার ভ্রাতৃকস্তাকে বিবাহ করা যায় না, সেই কস্তার কন্যাকে বিবাহ