পাতা:পুরোহিত-দর্পণ.djvu/৫৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

常 વ્યા ૧૭ দীক্ষা-প্রকরণ । ’ , 4 зе =בתוא অরি মন্ত্র যে প্রকারে পরিত্যাগ করিতে হয়, তাহা এই ;–এক জোণপরিমিত গব্যদুগ্ধোপরি একশত আটবার সেই মন্ত্র জপ করিয়া সেই ছদ্ধ পান করিবে। একশত আটবার সেই মন্ত্র জপ করিয়া মন্ত্র উচ্চারণপূর্বক পরিত্যাগ করিবে—ইহাতেই অরি মন্ত্র পরিত্যাগ করা হয় । আকডম চক্র । পূৰ্ব্ব পশ্চিমে দুইট রেখাপাত করিয়া তাহার মধ্যে উত্তর ও দক্ষিণারত করতঃ আর দুইট রেখা অঙ্কিত করিবে । পরে ঈশানাদি চতুষ্কোণে চাৰিটা রেখা দ্বারা একটী রাশিচক্র করিবে । এই চক্রে মেযদি বৃষ পর্য্যন্ত দক্ষিণাবপ্তে অকারাদি ক্ষ পর্য্যন্ত সমুদয় বর্ণ এক একটা করিয়া লিখিবে । কিন্তু , এই চরি ক্লীববর্ণ, ইহা পরিত্যাগ করিয়া যাবৎ সকল বর্ণ শেষ না হয়, তাবৎ পুনঃ পুনঃ সকল বর্ণ লিখিবে। এইরূপে বর্ণ বিন্যাস করিতে করিতে কোন কোন ঘরে কি কি বর্ণ বিন্যস্ত হইবে, তাহা উপরি অঙ্কিত চক্রে লিখিত হইল । এক্ষণে গণনা প্রণালী এইরূপ,-সাধকের নামের আদ্যক্ষর হইতে মস্ত্রের আদি অক্ষর পর্য্যন্ত দক্ষিণাবর্তে সিদ্ধ, সাধ্য, স্বসিদ্ধ ও অরি এইরূপে পুনঃপুনঃ গণনা করিবে । কিন্তু যদি মেষ হইতে মীন পৰ্য্যন্ত অর্থাৎ বামাবঞ্জে মন্ত্র সমুদয় লিখিত হয়, তবে গণনাও বামাবৰ্ত্তে করিতে হইবে । এই চকে পুনঃপুনঃ সিদ্ধ সাধ্যাদি গণনায় কোন কোন কোষ্ঠ সাধ্য ইত্যাদি স্পষ্ট কনি