পাতা:পুরোহিত-দর্পণ.djvu/৫৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

aరిట . পুরোহিত-দর্পণ। ९ च क्षे९१ ।। 1. _. লেখা হইয়াছে, যথা—নবম, প্রথম ও পঞ্চম গৃহ সিদ্ধ ; দশম ও দ্বিতীয় গৃহ সাধ্য ; তৃতীয়, সপ্তম ও একাদশ গৃহ সুসিদ্ধ এবং চতুর্থ, অষ্টম ও দ্বাদশগৃহ রিপু জানিবে । এই চক্রের গণনায় মন্ত্র সিদ্ধ, সাধ্য কিম্বা সুসিদ্ধ হইলে শুভ ফল হয়—আর মন্ত্র গ্রহণে অন্তত হইয়া থাকে, অতএব,কাচ সরি মন্ত্র গ্রহণ করিবে না । ঋণী-ধনী চক্র । এই চক্র করিতে হইলে প্রথমতঃ একাদশ কোষ্ঠ অঙ্কিত করিয়া তাহাদিগকে চারি কোষ্ঠ দ্বারা পূরণ করিয়া একটা চক্র অঙ্কিত করিবে । এই চক্রের প্রথম পঞ্চকোষ্ঠায় একটা হ্রস্ব ও একটী দীর্ঘ, এইরূপে দুই দুইটা করিয়া আকারাদি দশট স্বরবর্ণলিখিবে ; পরে অকারাদি স্বরবর্ণ ও ককারাদি হ পৰ্য্যন্ত ব্যঞ্জনবর্ণ সমুদয় এক এক কোষ্ঠায় এক একটা করিয়া লিখিবে । এই চক্রের উপরিভাগে ৬, ৬, ৬, •, ৩, ৪, ৪, ৭, -, ৭, ৩, এই অন্ধগুলি লিখিবে। এই সকল অন্ধের নাম সাধ্যান্ধ অর্থাৎ যখন মস্ত্রের অক্ষর গণনা করিতে হইবে, তখন এই সকল অঙ্কাকুসারে গণনা করিতে হইবে। আর নিম্নভাগে २, २, ४, ***? ૨, ૨, જ, 8, 8, ૨, এই অক্ষরগুলি লিখিবে । ইহাদের নাম সাধকান্ধ। যখন সাধকের নামের অক্ষর গণনা করিবে, তখন এই সকল জঙ্ক লইয়া গণনা করিতে হইবে।