পাতা:পুরোহিত-দর্পণ.djvu/৫৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

శ్రీలిy পুরোহিত-দৰ্পণ৷ ৩ য় খও । , দীক্ষা-গ্রহণে মাস-নিয়ম। চৈত্র মাসে মন্ত্র গ্রহণ করিলে পুরুষাৰ্থ সিদ্ধ হয় । বৈশাথে রত্ন লাভ, জ্যৈষ্ঠে মৃত্যু, আষাঢ়ে বন্ধুবিনাশ, শ্রাবণে পূর্ণায়ু প্রাপ্তি, তাদ্রে প্রাণনাশ, আশ্বিনে রত্নসঞ্চয়, কাৰ্ত্তিক ও অগ্রহায়ণে মন্ত্র সিদ্ধি, পৌষে শত্রুতয়, মাঘে মেধাবুদ্ধি ও ফাল্গুন মাসে সৰ্ব্বকামনা সিদ্ধি হইয়া থাকে । মলমাসে মন্ত্র গ্রহণ করিতে নাই । চৈত্রমাসে গোপাল ভিন্ন অন্য দেবতার মন্ত্র গ্রহণ নিষিদ্ধ । তাষাঢ় মাসে শ্রবিদ্যার মন্ত্র গ্রহণ প্রশস্ত, দীক্ষা বিষয়ে সৌরমাসই গ্রহণীয়। দীক্ষা-গ্রহণে বার-নিয়ম । রবিবারে দীক্ষা-গ্রহণে বিত্তসঞ্চয়, সোমবারে শান্তি, মঙ্গলবাবে আয়ুঃক্ষয়, বুধবারে সৌন্দৰ্য্য-প্রাপ্তি, রহস্পতিবাবে জ্ঞান-প্রাপ্তি, শুক্রবারে সৌভাগ্যলাভ এবং শনিবারে যশোনাশ হয় । দীক্ষা-গ্রহণে তিথি-নিয়ম । প্রতিপদে দীক্ষাগ্রহণে জ্ঞাননাশ, দ্বিতীয়ায় জ্ঞানলাভ, তৃতীয়ায় পবিত্রতা, চতুর্থীতে বিত্তনাশ, পঞ্চমীতে বুদ্ধিবৃদ্ধি, ষষ্ঠীতে জ্ঞাননাশ, সপ্তমীতে সুখ, অষ্টমীতে বুদ্ধিনাশ; নবমীতে শরীর ক্ষয়, দশমীতে রাজবং সৌভাগ্যলাভ, একাদশীতে পবিত্রতা, দ্বাদশীতে সৰ্ব্বসিদ্ধি, ত্রয়োদশীতে দরিদ্রতা, চতুর্দশীতে তিৰ্য্যগযোনিপ্রাপ্তি, অমাবস্তায় মানহানি এবং পূর্ণিমায় ধনবৃদ্ধি হয় । বিষ্ণুমন্ত্র গ্রহণ বিষয়ে ষষ্ঠী ত্রয়োদশী তিথি বর্জনীয়া নহে। এই সকল তিথি অনধ্যায়দোষগ্রস্তা হইলে তাহাও বর্জনীয় ( ৩য় খণ্ড ৪৫৬ পৃঃ দেখ )। দীক্ষা-গ্রহণে নক্ষত্র-নিয়ম। অশ্বিনী নক্ষত্রে দীক্ষাগ্রহণ করিলে সুখ, ভরণীতে মৃত্যু, কৃত্তিকায় দুঃখ, রোহিণীতে বাকৃপতিত্ব মৃগশিরায় সুখ, আর্দ্রায় বন্ধুনাশ, পুনৰ্ব্বসুতে ধনসম্পত্তি, পুষ্যায় শত্রুনাশ, অশ্লেষায় মৃত্যু, মঘায় দুঃখনাশ, পুৰ্ব্বফল্গুনীতে সৌন্দৰ্য্যপ্রাপ্তি, উত্তরক্ষন্ধনীতে জ্ঞান, হস্তায় ধন, চিত্রায় জ্ঞানসিদ্ধি, স্বাতীতে শক্রনাশ, বিশাখায় সুখ, অনুরাধায় বন্ধুবৃদ্ধি, জ্যেষ্ঠায় স্বতহানি, মুলায় কীৰ্ত্তিবৃদ্ধি, পূর্বাষাঢ়ায় কীৰ্ত্তি, শ্রবণায় দুঃখ, ধনিষ্ঠায় দারিদ্র্য, শতভিষায় জ্ঞান, পূৰ্ব্বভাবে সুখ, উত্তরভাত্রে মুখ এবং রেবতী নক্ষত্রে কীৰ্ত্তি বৃদ্ধি হয়। কিন্তু শিব ও রছি মন্ত্রে আর্দ্র ও কৃত্তিকা জুবিধেয় নহে।