পাতা:পুরোহিত-দর্পণ.djvu/৫৩৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

한번 || দীক্ষা-প্রকরণ । (\రిన్లు দীক্ষা-গ্রহণে যোগ-নির্ণয় । শুভ, সিদ্ধ, আয়ুষ্মান, ধ্রুব, প্রীতি, সৌভাগ্য বৃদ্ধি এবং হর্ষণযোগ দীক্ষায় প্রশস্ত । দীক্ষা-গ্রহণে করণ-নির্ণয় । বব, বলব, কৌলব, তৈতিল ও বণিজকরণ দীক্ষাকার্য্যে শুভাবহ । দীক্ষা-গ্রহণে লগ্ন-নির্ণয় । বৃষ, সিংহ, কন্যা, ধমু ও মীন লগ্নে চন্দ্র ও তারাশুদ্ধিতে মন্ত্রগ্রহণ করিবে । বিষ্ণুমন্ত্র গ্রহণে স্থিরলগ্ন অর্থাৎ বৃষ, সিংহ, বৃশ্চিক ও কুম্ভ লগ্ন প্রশস্ত। শিবমন্ত্রে চরলগ্ন অর্থাৎ মেষ, কর্কট, তুলা ও মকর এই চারিলগ্ন এবং শক্তিমন্ত্রদীক্ষাতে দ্ব্যাত্মক লগ্ন অর্থাৎ মিথুন, কন্যা, পক্স ও মীন লগ্ন প্রশস্ত। অগস্ত্য সংহিতায় লিখিত আছে যে, লগ্নের তৃতীয়, ষষ্ঠ ও একাদশ স্থানে পাপগ্রহ, এবং লগ্ন, চতুর্থ সপ্তম, দশম, নবম ও পঞ্চম স্থানে শুভগ্রহ থাকিলে মন্ত্র গ্রহণে শুভ হয় । কিন্তু দীক্ষাকার্য্যে বক্রগ্রহ অনিষ্টকারী । দীক্ষা-গ্রহণে পক্ষ-নির্ণয় । শুক্লপক্ষে দীক্ষাগ্রহণে শুভ এবং কৃষ্ণপক্ষে পঞ্চমী পৰ্য্যন্ত দীক্ষা গ্রহণে শুভ ফল হয় । অগস্ত্যসংহিতামতে—শুক্ল কৃষ্ণ উভয় পক্ষেই দীক্ষাকার্য্য প্রশস্ত । কালোত্তরে লিখিত হইয়াছে—সম্পত্তিকামী জন শুক্ল পক্ষে, যুক্তিকামী ব্যক্তি কৃষ্ণ পক্ষে মন্ত্র গ্রহণ করিবে । নিষিদ্ধ তিথি এবং নিষিদ্ধ মাস হইলেও নিম্ন লিপিত মাসের বিশেষ বিশেষ তিথিগুলিতে মন্ত্র গ্রহণে বিশেষ বিধি আছেভাদ্রমাসের ষষ্ঠী, আশ্বিনমাসের কৃষ্ণা চতুর্দশী, কাত্তিকের শুক্লা নবমী, অগ্রহায়ণের তৃতীয়া, পৌষের শুক্লা নবমী, মাঘের শুক্লা চতুর্থী, ফাঞ্জনের শুক্লা নবমী, চৈত্রের কাম চতুর্দশী, বৈশাখের অক্ষয় তৃতীয়া, জ্যৈষ্ঠের দশহরা, আষাঢ়ের শুক্ল পঞ্চমী, শ্রাবণের কৃষ্ণ পঞ্চমী-ইহারা দেবপৰ্ব্ব বলিয়া মন্ত্রগ্রহণে প্রশস্ত । ইহাতে মন্ত্র গ্রহণে কোটিগুণ ফল হয় এবং তিথিযোগকরণাদি কিছুরই বিচার আবগুক করে না । অন্ত মতে চৈত্রের শুক্ল ত্রয়োদশী, বৈশাখের শুক্ল একাদশী, জ্যৈষ্ঠের কৃষ্ণ চতুর্দশী, আষাঢ়ের নাগপঞ্চমী, শ্রাবণের একাদশী, ভাজের জন্মাষ্টমী, আশ্বিনের মহাষ্টমী, কাৰ্ত্তিকের শুক্ল নবমী, অগ্রহায়ণের শুক্লা ষষ্ঠী, পৌষের চতুর্দশী, মাঘের শুক্লা একাদশী, ফাঙ্কনের শুক্ল ষষ্ঠী-দীক্ষাকার্য্যে সুপ্ৰশশু । যোগিনী তন্ত্রে লিখিত হইয়াছে, উত্তরায়ণ ও দক্ষিণায়নাদি সংক্রাপ্তি দিন, চজস্বৰ্য্যগ্রহণ, যুগান্ধাদি তিধি, মন্বত্বরতিথি এবং মহাপুয়াদিমে দীক্ষাকার্য শুভঙ্গক।