পাতা:পুরোহিত-দর্পণ.djvu/৫৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

रीरे পুরোহিত-দপণ । ১ম খণ্ড । SMMMMSAAAAAA AAAASMSMSTSMSMSMSMS MM MSSM SAAAAA S দেবতার দক্ষিণে দীপদান করিলে, সম্মুখে বা বামে দিবে না। ধূপ বামদিকে দিবে, সম্মুখে বা দক্ষিণে দিবে না ; ধূপ আসনে বা ঘটে রাখিয়া নিবেদন করিবে না। আধারে রাখিয়া নিবেদন কবিবে। ধূপ দীপ নিবেদন করিয়া দিয়া,--“ওঁ জয়ধ্বনি মন্ত্রমাতঃ স্বাহী” এই মন্ত্রে পুষ্প ও অক্ষতদ্বারা ঘণ্টার অর্চনা করিয়া বামহস্তে ঘণ্টারাদন করতঃ তত্তন্মন্ত্রে ধূপ দীপ প্রদান করিবে । সারাত্রিক কবিয়া দিবার ব্যবস্থা আছে। নৈবেদ্য । নৈবেদ্যং দক্ষিণে বামে পুৰতো বা ন পুষ্ঠতঃ । দেবতার দক্ষিণে, বামে ও সম্মুখে নৈবেদ্য দান করিবে । পুষ্ঠে দিলে না ! শক্তিবিষয়ে নৈবেদ্য নিবেদন করিবার সময় "ফট্‌” এই মন্ত্রে জলদ্বারা নৈবেগের উপরে মূল মন্ত্র আটবার জপ করিয়া ধোমুদ্রায় অমৃতকরণ করতঃ মূলমন্ত্ৰে নৈবেদ্য নিবেদন করিবে । যথা—“এতৎ সদ্বতোপকরণং নৈবেদ্যং ক্লং দুর্গায়ৈ নমঃ” তৎপরে বামহস্তে গ্রাসমূদ্র করিয়া দক্ষিণহস্তে প্রাণ, অপাল, সমান, উদান, ব্যান প্রভৃতি পঞ্চ মুদ্রা “ওঁ প্রাণায় স্বাছ, ওঁ অপানায় স্বাহ, ওঁ সমানায় স্বাহ, ওঁ উদানায় স্বাহা, ওঁ বানায় স্বাহা । এই মন্ত্র পাঠ করবে। ধূপ ও দীপদানের বিশেষ মন্ত্র। ওঁ বনস্পতিরসে দিব্যে গন্ধাঢ্যঃ সুমনোহরঃ । আঘ্ৰেয়ঃ সৰ্ব্বদেবানাং ধুপোহয়ং প্রতিগুহ্যতাম্। ইতি ধূপঃ। ওঁ স্থপ্রকাশে মহাদাপঃ সৰ্ব্বতস্তিমিরাপহঃ । সবাহাভ্যস্তরং জ্যোতিদ্বীপোহয়ং প্রতিহিতাম্। ইতি দীপঃ। তান্ত্রিক নিবেদন । তান্ত্রিক পুজার দ্রব্যাদি নিবেদন সময়ে সমস্ত দ্রব্যে, “নুমঃ" শব্দ প্রয়োগ করিম নিবেদন করা হয় না । যে দ্রব্য মহা বলিয়া নিবেদন করিতে হয়, তাহা লিখিত হইল, যুথা— আসনং নমঃ, পাপ্তং নমঃ, অর্থ্যং স্বাঙ্গ, আচমনীয়ং স্বধা, মধুপর্ক স্বধা, স্বানীয়ং নিবেদয়ামি, বস্ত্ৰং নমঃ, আভরণং নমঃ, গন্ধে৷ নুয়ঃ, পুষ্পং বোঁধটু, ধূপে নমঃ দীপো নমঃ, নৈবেদ্যং নিবেদয়ামি, পুনরাচমনীয়ং স্বধা, তামূলং নিবেদয়ামি

  • = ATAM MMS SSAS SSAS SSAS SSAS