পাতা:পুরোহিত-দর্পণ.djvu/৫৬১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৪র্থ খণ্ড । *. শুদ্ধকাণ্ড ' ' (t) করিয়া দৈবাদি ক্রমে সাতটা পাত্রে সাতটা পবিত্র স্থাপনপূর্বক “ওঁ শরে দেবীরভিষ্টয়ে শস্লো ভবন্ত পীতয়ে। শং যোরভিস্রবস্তু নঃ” মন্ত্র পড়িয়া দৈবাদিক্রমে ঐ সাতটা পবিত্রে জল দিবে। “ওঁ ষবোইসি যবয়াম্মদ্বেষো যবয়ারাতীঃ । দিবে ত্বা অন্তরীক্ষায় ত্বা পৃথিব্যৈ ত্বা শুন্ধন্তাং লোকাঃ পিতৃসদনাঃ পিতৃসদনমলি” মন্ত্রে দৈবপক্ষের অর্ঘ্যপাত্রে যববিকিরণ করিবে । “ওঁ তিলোহপি সোমদৈবত্যে গোসবে দেবনিৰ্ম্মিতঃ । প্রত্নবদ্ভিঃ প্রত্তঃ স্বধয়া পিতন লোকান প্রণাহি নঃ স্বাহা" এই মন্ত্র পড়িয়া পিতৃ ও মাতামহপক্ষের প্রত্যেক অর্ঘ্যপাত্রে তিল নিক্ষেপ করিবে। পরে দৈবাদি ক্রমে সাতটা অৰ্ঘ্য পাত্রে আমন্ত্রক গন্ধপুষ্প দিয়া অন্য এক গাছি কুশদ্বারা আচ্ছাদন করিয়া “ওঁ অচ্ছিদ্ৰমিদমর্ঘ্যপাত্রমন্থ" বুলিলে পুরোহিত “ওঁ অস্ব” বলিবেন । পরে উদঘাটন করিবে । উত্তরাভিমুখ, পাতিতদক্ষিণজাতু উপবীতী হইয়া দৈবব্রাহ্মণের হস্তে অর্ঘ্যপাত্রের প্রাগগ্ৰ পবিত্ৰ দিয়া অৰ্ঘ্যঞ্জল ও পুষ্প দিয়া আর একটা পুষ্পদ্বারা “ওঁ শিরঃ প্রভৃতি সৰ্ব্বগাত্রেত্যে নমঃ" বলিয়া পূজা করিয়া ঐ অর্ঘ্যপাত্র বামহস্তে নিয়া দক্ষিণহস্তদ্বারা চিতভাবে আচ্ছাদন করিয়া “ওঁ যা দিব্য আপঃ পয়সা সম্বভূবুর্য অন্তরীক্ষ্যা উত পার্থিবীর্য্যা হিরণ্যবর্ণ যজিয়াস্তান আপং শিবঃ সংশোনাঃ মুহবা ভবন্ত” মন্ত্র পণ্ডিয়া পাত্র ভূমিতে রাখিয়া বামহস্ত দ্বারা দক্ষিণ বাহুমূল স্পর্শ করিয়া “ওঁ পুরূরবো মাদ্রবলেী বিশ্বেদেব| এতদ্বোইৰ্থ্যং নমঃ” মন্ত্র পড়িয়া দক্ষিণহস্তদ্বারা দৈবব্রাহ্মণে অৰ্ঘ্য দিবে। পরে দক্ষিণাভিমুখ পাতি তবামজানু প্রাচীনাবতী হইয়া পূৰ্ব্ববৎ অর্থ্য পাত্র কুশদ্বারা আচ্ছাদন, পরে উদঘাটন করিয়া পিতৃব্রাহ্মণে দক্ষিণাগ্র পবিত্রদান করিয়া আমন্ত্রক অন্য কিছু জল ও পুষ্প দিয়া, আর একটী পুষ্পদ্বারা ‘ওঁ শিরঃ প্রভৃতি সৰ্ব্বগাত্রেত্যে নমঃ" এই মন্ত্রে পূজা করিয়া বামহস্তে অৰ্ঘ্যপাত্র নিয়া দক্ষিণহস্তদ্বারা চিৎভাবে আচ্ছাদন করিয়া “ওঁ যা দিব্যা” ইত্যাদি মন্ত্র পাঠপূৰ্ব্বক পাত্র ভূমিতে রাখিয়া বামহস্ত দ্বারা দক্ষিণবাহুমূল স্পর্শ করিয়া “বিষ্ণুরোম্ অমুকগোত্র পিতরমুকদেবশৰ্মন্নেতত্তেহৰ্ষ্যং ওঁ যে চাত্র স্বামকু যাংশ্চ ত্বময় তস্মৈ তে স্বধা” মন্ত্র পড়িয়া দক্ষিণহস্তদ্বার পিতৃব্রাহ্মণে অর্ঘ্য দিয়া পাত্রে শেষ যে জল থাকিবে, সেই জলসহিত পূৰ্ব্বস্থানে পাত্রট রাখিয়া দিবে, এইরূপ পিতৃব্রাহ্মণে পিতামহ ও প্রপিতামহের, মাতামহপক্ষের ব্রাহ্মণে মাতামহ । প্রমাতামহ ও বৃদ্ধপ্রমাতামহের অর্ঘ্যদান করিয়া পূৰ্ব্বস্থানে জলসহ পাত্রেকল্পেকট রাখিয়া দিবে। মন্ত্র পিতৃ-অৰ্ঘ্যদানের ন্যায়, কেবলমাত্র নাম পৃথক পৃথক * উল্লেখ করিতে হইবে, এক একটী অর্ঘ্য দিয়া একবার জলস্পর্শ করতে গুইকে।