পাতা:পুরোহিত-দর্পণ.djvu/৫৭২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫৭২ পুরোহিত-দর্পণ । ৪র্থ খণ্ড । “বিষ্ণুরোমদ্য আশ্বিনে মাসি কৃষ্ণে পক্ষে ত্রয়োদশুস্তিথোঁ মঘায়াং অমুকগোত্রস্ত পিতুরমুকদেবশৰ্ম্মণঃ ( ইত্যাদি নামোল্লেখ করিয়া ) পাৰ্ব্বণবিধিক শ্রাদ্ধং দৰ্তময়-ব্ৰাহ্মণেইহং করিস্থ্যে ।" i-k. গ্রহণ শ্রাদ্ধ । অদ্যেত্যাদি-রাহুগ্রস্তে নিশাকবে ( দিবাকরে বা ) অমুকগোত্রস্ত পিতুরমুকদেবশৰ্মণ; (ইত্যাদি নামোল্লেখ করিয়া ) পাৰ্ব্বণবিধিক শ্রাদ্ধং দৰ্ভময়ব্রাহ্মণেহহং করিষ্ঠ্যে" । এই মন্ত্র পাঠ করিয়া গ্রহণশ্রাদ্ধ করিবে । ইহার কালাকাল নাই, রাত্র্যাদিতেও এই শ্রাদ্ধ করিতে পারা যায়। অষ্টকাশ্ৰাদ্ধ । “অদ্যেতাদি—পোষে মাসি কৃষ্ণে পক্ষে অষ্টম্যান্তিগে অষ্টকায়াং অমুকগোত্রস্ত পিতুরমুকদেবশৰ্ম্মণঃ [ ছয় পুরুষের নাম উল্লেখ করিবে ] পাৰ্ব্বণশ্রাদ্ধে কৰ্ত্তব্যে ওঁ পুরূরবোমাদ্রবসোর্বিশ্বেষাং দেবানাং পার্বণশ্রাদ্ধং দর্ভময়ব্রাহ্মণেsহং করিস্যে ।” এই মন্ত্র পাঠ করতঃ পৌষমাসের কৃষ্ণাষ্টমীতে পিষ্টক ( অন্নপায়সাদি ) দ্বারা, মাঘমাসের কৃষ্ণাষ্টমীতে মাংসের দ্বার এবং ফাল্গুনমাসের কৃষ্ণাষ্টমীতে শাকদ্বারা অষ্টকাশ্ৰাদ্ধ করিবে । পঞ্চপাত্ৰ-শ্রাদ্ধ । সঙ্কল্প—“ওঁ অদ্বেত্যাদি--অমুকগোত্রস্য পিতুরমুকদেবশৰ্ম্মণঃ অমাবস্যাক্ষয়নিমিত্তক-পাৰ্ব্বণবিধিক-সাংবৎসরিক-শ্রাদ্ধাৰ্থং তামুকগোত্রস্য পিতুরমুকদেবশৰ্ম্মণঃ (তিন পুরুষের নাম করিবে ) পাৰ্ব্বণবিধিনা শ্রাদ্ধে কৰ্ত্তব্য ওঁ পুরূরবোমাদ্রবসোর্বিশ্বেষাং দেবানাং পার্বণবিধিক শ্রাদ্ধং দর্ভময়ব্রাহ্মণয়োরহং করিষ্যে।” “ওঁ আদ্যেত্যাদি-পিতুরমাবস্যাক্ষয়নিমিত্তক পাৰ্ব্বণ-বিধিক-সাংবৎসরিকশ্ৰাদ্ধাৰ্থং অমুকগোত্ৰস্য পিতুরমুকদেবশৰ্ম্মণঃ (তিন পুরুষের নাম করিবে ) পাৰ্ব্বণবিধিনা শ্ৰাদ্ধং দর্ভময়ব্রাহ্মণেঘহং করিন্থে ’ এই দুইটি মন্ত্র পাঠ করতঃ অমাবস্যা কিংবা অপরপক্ষের কোন তিথিতে মৃত জনক জননীর সাংবৎসরিক শ্ৰাদ্ধ পাৰ্ব্বণবিধিতে করিবে । এই শ্রাদ্ধ ঔরস-পুত্র কিংবা দত্তক-পুঞ্জ করিতে পারে।