পাতা:পুরোহিত-দর্পণ.djvu/৫৯১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8* श्वe ! শ্ৰাদ্ধকাণ্ড। gäs এবং শিষ্ঠ ইহাদিগের যদি নিজগৃহে--অর্থাৎ অশৌচ-গৃহীতার গৃহে মৃত্যু হয় তাহা হইলে ত্রিরাত্র অশৌচ হয়। । _ “শ্বশুরয়োর্ডগিষ্ঠাঞ্চ মাতুলান্যাঞ্চ মাতুলে । পিত্রোঃ স্বসরি তন্থচ পক্ষিণীং ক্ষপয়েল্লিশামূ” ॥ h শ্বশুর, শাশুড়ী, ভগিনী, মাতুলানী, মাতুল ও পিতামাতার ভগিনী, ইহারা যদি স্বগ্রামে বা আপনার নিকটে না মরিয়া গ্রামান্তরে বহু দূরদেশে মরে, তাহা হইলে পক্ষিণ অশৌচ-অর্থাৎ দুই দিন একরাত্রি অশৌচ হয়। বিবাহিত কন্যার পিতামাতার মরণে ত্রিরাত্র অশৌচ হয়। “অনশনস্তানামশনিহতানামগ্রিজলপ্রবিষ্টানাং ভূগুসংগ্রামদেশান্তরস্তানাং জাতদন্তানাং ত্রিরাত্ৰম্ ॥ অনাহারে, বিদ্যুৎপাতে, অগ্নিদাহে, জল-পতনে, উচ্চস্থান হইতে পতনে, সংগ্রামে এবং বহু দূরদেশে মরিলে কিম্বা অন্তপ্রকারে অপঘাত মৃত্যু হইলে ত্রিরাত্র অশৌচ হয় । অশৌচসঙ্কর ও খণ্ডাশৌচ—ইহা অত্যন্ত শাস্ত্রবিচার করিয়া স্থির করিতে হয় ; যাহা সাধারণতঃ, তাহাই এস্থলে লিখিত হইল । সেরূপ ঘটিলে স্মৃতিশাস্ত্র পারদর্শী পণ্ডিতের নিকট ব্যবস্থা লওয়াই কৰ্ত্তব্য । প্রেতশ্রাদ্ধকাল-নির্ণয় । মৃতব্যক্তির মৃত্যুর দিন হইতে এক বৎসরের বারমাসের প্রত্যেক মাসে সেই মৃততিথিতে একটা করিয়া মাসিক-শ্রাদ্ধ করিতে হয়। ষষ্ঠ ও দ্বাদশ মাসিকের ‘পূৰ্ব্বতিথিতে প্রথম ও দ্বিতীয় ষান্মাসিক শ্ৰাদ্ধ করিতে হয়। ইহাদের প্রথমটীব নাম প্রথম ষান্মালিকৈকোদিষ্ট ও দ্বিতীয়টার নাম দ্বিতীয় ষান্মাসিকৈকোদিষ্ট শ্রাঙ্ক । এই চতুর্দশটী শ্রাদ্ধব্যতীত আদ্যশ্ৰাদ্ধ ও সপিণ্ডীকরণ কৰ্ত্তব্য । কারণ, পূৰ্ব্বোক্ত ষোলটী শ্রাদ্ধ না করিলে মৃতব্যক্তি প্রেতত্ব হইতে মুক্তিলাভ করিতে পারে না। তবে যদি মৃতব্যক্তির মৃত্যুর দিন হইতে এক বৎসরের মধ্যে কোন মাস মলমাস থাকে, তাহা হইলে একটা মাসিক-শ্রাদ্ধ বৃদ্ধি হুইবে । এরূপ হইলে মোট সপ্তদশটী শ্ৰাদ্ধ করিতে হইবে এবং দ্বিতীয় ষান্মাসিক-শ্রাদ্ধ, দ্বাদশ মাসিকের পূৰ্ব্বতিথিতে না হইয়া ত্রয়োদশ মালিঞ্চের