পাতা:পুরোহিত-দর্পণ.djvu/৬০৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৪র্থ খণ্ড । শ্রাদ্ধকাণ্ড । $o অন্নদান –দৈবাদিক্ৰমে ব্রাহ্মণ নিকটস্থ পবিত্ৰস্থানে ঈশান কোণ হইতে দক্ষিণাবর্তে জলধারা মণ্ডল করিয়া, তিনটী ভোজনপাত্র যথাক্রমে রাখিবে । , সঘৃত অল্প লইয়া, দৈব ও পৈত্র্য ব্রাহ্মণের মধ্যে রক্ষিত পাত্রস্থিত জলে পরবর্তী মন্ত্রে হোম করিবে—“ওঁ অগ্নৌ করিষ্যামি” (“ওঁ কুরুন্ধ” প্রতিবাক্য ) “ওঁ স্বাহী” আহুতি দিয়া,—“ওঁ সোমায় পিতৃমতে” বলিবে । “ওঁ স্বাহী” আবার আহুতি দিয়া,—“ওঁ অগ্নয়ে কব্যবাহনায়” বলিবে । আরও দুইবার অমন্ত্রক হোম করিয়া, দৈবপাত্রে দুইবার, পিতৃ ও মাতামহপক্ষীয় পাত্রে তিনবার করিয়া আমন্ত্রক অন্ন দিবে । পিণ্ডার্থ হুতশেষ রাখিবে । দৈবাদিক্ৰমে অন্নপাত্র তিনটীর প্রত্যেকের উপর হস্তদ্বয় ঢাকিয় “ওঁ পৃথিবী তে পাত্রমূ”—ইত্যাদি মন্ত্র পাঠ করিবে । পরে সোপকরণ অন্নাদি দৈবাদিপত্রক্রমে পরিবেশন করিয়া, জলের ছিটা দিয়া প্রেক্ষিণ করতঃ “ওঁ বিঞ্চো হব্যমিদং রক্ষ মদীয়ম" বলিবে, পিতৃপক্ষে,—“ওঁ বিষ্ণে কব্যং রক্ষা” অথবা তিন পক্ষেই --"ওঁ ইদং বিষ্ণুৰ্ব্বি চক্রমে ত্রেধ নি দধে পদং। সমূঢ়মস্ত পাংমুলে ইদং হবিঃ ” বলিয়া অন্নে অধোমুখ হস্তের অঙ্গুষ্ঠ-মধ্যদেশ রাগিবে। মাতামহপক্ষেও ঐরূপ। অতঃপর দৈবে, আমন্ত্রক এবং পিতৃপক্ষে,—“ওঁ অপহতস্বরা রক্ষাংসি বেদিযদঃ” । এই মন্ত্রে অন্নের উপর যব ছড়াইবে । দৈব-অন্নে মধু দিয়া গয়িত্রী পাঠ করতঃ “ওঁ মধু ওঁ মধু ওঁ মধু’ এই মাত্র বলিয়া অন্নের উপর ত্রিপত্র যব ও তুলসী দিয়া, উত্তরমুখ হইয়া অম্বারব্ধ বামহস্ত দ্বারা অন্নপাত্র ধরিবে ও—“ওঁ বসুসত্যে বিশ্বেদেব| এতদ্বোহল্লং সোপকরণং সযবোদকং নমঃ’ মন্ত্রে অন্ন উৎসর্গপূৰ্ব্বক “ওঁ ইদমন্নং ইমা আপঃ”–এই মন্ত্র পাঠ করিবে । তৎপরে পিতৃপক্ষে গায়ত্রী পড়িয়া “ওঁ মধু' তিনবার বলিয়া, যব, ত্রিপত্র ও তুলসী দিয়া অন্নপাত্র ধরিয়া “ওঁ অমুকগোত্র নান্দীমুখ পিতরমুকদেবশৰ্ম্মন্নমুকগোত্র নাদীমুখ পিতামহ অমুকদেবশৰ্ম্মন্নমুকগোত্র নান্দীমুখ প্রপিতামহ অমুকদেবশৰ্ম্মন্নেতত্তেইন্নং সোপকরণং সযবোদকমৃ ওঁ যে চাত্র ত্বামকু ফাংশ্চ ত্বমতু তম্মৈ তে নমঃ ” “ওঁ ইদমন্নং’—ইত্যাদি পড়িবে । মাতামহপক্ষেও ঐরূপ । পরে, দৈবাদিক্রমে প্রত্যেককে জল দিয়া, গায়ত্ৰী পড়িয়া, ওঁ মধু ওঁ মধু ওঁ মধু “ওঁ অন্নহীনং ক্রিয়াহীমং”—এই মন্ত্র বলিবে । পুনরায় গায়ন্ত্রী ও ওঁ মধু ওঁ মধু ওঁ মধু এবং “যজ্ঞেশ্বরোহব্য"-ইত্যাদি শ্রাব্যমন্ত্র পাঠ করিবে । অনস্তর ব্যঞ্জন, ঘূত; দধি, ষক ও বদরযুক্ত পিণ্ড মাখিবে , ‘ ’ ‘ ’ ‘ পরে, পিতৃব্রাহ্মণের ডানদিকে কতিপয় পূর্নাগ্র কুশ রাৰিয়া,*ওঁ }