পাতা:পুরোহিত-দর্পণ.djvu/৬১৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৪র্থ খণ্ড । " শ্রাদ্ধকাণ্ড । । ఆళt পৰে দুই গাছি কুশা গ্রহণপূর্বক, “ওঁ যে সমানাঃ সমনসঃ পি তবো যমরাজ্যে, তেষাং লোকঃ স্বধা নমো যজ্ঞে দেবেষু কল্পতাষ।” “ওঁ যে সমানাঃ সমনসে জীবা জীবেন্ধু মামকাঃ। তেষাং স্ত্রীর্ময়ি কল্পতামস্মিন লোকে শতং সমাঃ ॥”—এই মন্ত্র দুইট প্রতিবারে পড়িয়া হস্তস্থিত কুশদ্বারা প্রেতের অর্ঘ্যপাত্রীয় জল তিনটা দাগ দিয়া চারিভাগ করিয়া, একভাগ প্রেত ব্রাহ্মণকে দিবে ও বাকী তিনভাগ বাখিবে । পরে, পিতামহাদির অর্ঘ্যপাত্রের আরত কুশা তুলিয়া, ব্রাহ্মণের হস্তে পবিত্র এবং জলাস্তব ও পুষ্পান্তব দিয়া, পি তামহের অর্ঘ্যপাত্ৰ লইয়া “ওঁ যা দিব্যা”—এই মন্ত্র পাঠ করিয়া “ওঁ অমুকগোত্র পিতামহ, অমুকদেবBBBBBBBB BB B BB BBB BBB BBB BBB BB BBS BB BBB , উৎসর্গ করিয়া—“ওঁ যে সমানাঃ সমনসঃ"-ইত্যাদি মন্ত্র দুইটি পাঠ করিয়া, সেই প্রেতাৰ্থ্যপত্রিীয় জলের এক ভাগ ঐ অর্ঘ্যে মিশাইয়া, পিতামহ-ব্রাহ্মণের হস্তে দিবে। প্রপিতামহ এবং বুদ্ধপ্রপিতামহেরও অর্ঘ্যপাত্র এই ক্রমেই করতলে লইয়া “ওঁ সা দিব্যা” ইত্যাদি মন্ত্র পড়য়। অর্ঘ্য উৎসর্গাদি করিবে । অতঃপর হস্তপ্রক্ষালন ও আচমন পূর্বক অধ্য পাত্র ব্যুজ করিয়া স্বীয় বামে কুশার উপর—“ওঁ পিতৃভ্যঃ স্থানমসি” এই মন্ত্রে রাখিবে । পরে উত্তরমুখ হইয়া বিশ্বদের পক্ষে গন্ধাদি দিবে, পিতৃপক্ষে এবং তৎপরে প্রেতপক্ষে গন্ধাদ দিবে। দৈবে যব-যুক্ত এবং পিতৃপক্ষে ও প্রেতপক্ষে তিলতুলসীযুক্ত জল ব্রাহ্মণের পাশ্বে রাখিবে। ነ পরে দৈবাদিক্রমে তিনপক্ষে তিনটী মণ্ডল করিয়া অন্নপাত্র-ত্রয় রাখিয়া ‘আগ্নেীকরণ, হোম হইতে—বাস দান পর্য্যন্ত তাবৎ কৰ্ম্ম পাৰ্ব্বণের প্রণালীতে করিবে ; কিন্তু স্বতন্ত্ররূপে একোদিঃ বিধানে প্রেতপক্ষের কার্য্য শেষ করিবে । প্রেতপক্ষে পিণ্ড-পূজার পর প্রেতপিণ্ডের উপরিস্থিত বাসস্থত্রাদি অপসারণপূৰ্ব্বক, “ওঁ যে সমানঃ সমনসঃ” ইত্যাদি পূর্বোল্লিখিত মন্ত্রদ্বয়ে কুশদ্বারা প্রেতের পিগুটী ছুইবার করিয়া তিনখণ্ডে কাটিয়া, “ওঁ যে সমানাঃ”—এই মন্ত্রস্বয়ে প্রথম খণ্ড পিতামহ-পিণ্ডমধ্যে মিশাইয়া, পিতামহের পিণ্ডস্থানেই রাখিবে ? এইরূপ প্রত্যেকবার মন্ত্র পড়িয়া মধ্যখণ্ড প্রপিতামহের পিণ্ডমধ্যে এবং শেষ খণ্ড বৃদ্ধপ্রপিতামহের পিণ্ড মধ্যে মিশাইয়া যথাস্থানে রাখিবে । তৎপরে গন্ধ পুষ্পাদিদ্বারা পিণ্ডত্রয় আমন্ত্রক পুজা করিয়া করযোড়ে “ওঁ বসন্তায় মমত্বত্যং’-m এই মন্ত্রে, ঋতুর নমস্কার করিবে । প্রেতপক্ষেও ঋতুর নমস্কার করিয়ে । &