পাতা:পুরোহিত-দর্পণ.djvu/৬৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৩ পুরোহিত-দর্পণ । »भ १७ । । শঙ্খমুদ্রা–দক্ষিণহস্তের মুষ্টিদ্বারা বামহস্তের অঙ্গুষ্ঠ গ্রহণ করিয়া ঐ মুষ্টি চিৎ করিয়া রাখিবে ও দক্ষিণহস্তের অঙ্গুষ্ঠ প্রসারিত করবে। পরে বামহস্তের সমস্ত অঙ্গুলী পরস্পরে সংযুক্ত করিয়া প্রসারণপূর্বক দক্ষিণহস্তের অঙ্গুষ্ঠাঙ্গুলীকে মিলিত করিবে। এইমুদ্রার নামই শঙ্খমুদ্রা ॥ ১০ ॥ চক্রমুদ্রা—অজুলীসকল সন্নত ও প্রোথিতভাবে বিন্যস্ত করিয়া হস্তদ্বয় পরস্পর সম্মুখীন করবে। পরে অঙ্গুষ্ঠস্বয় করতলে মিলিত করিয়া অঙ্গুষ্ঠ ও কনিষ্ঠাঙ্গুলীদ্বয় প্রসারিত ও বক্রভাবে সংলগ্ন করিলে চক্রমুদ্রা হয় ॥ ১১ ৷ গদামুদ্রা—উভয় হস্ত পরস্পর সম্মুখে রাখিয়া অন্যান্য সমস্ত অঙ্গুলী গ্রথিত করিবে এবং মধ্যমাদ্বয় সংলগ্ন করিয়া প্রসারিত করিলে গদামুদ্রা হয় ॥ ১২ ॥ পদ্মমুদ্রা—উভয় হস্ত সম্মুখীন করিয়া অঙ্গুলীসকল সন্নতভাবে প্রোথিত করতঃ অঙ্গুষ্ঠস্বয় হস্ততলে মিলিত করিয়া রাখিলে পদ্মমুদ্রা হয় ॥ ১৩ ॥ বেণুমুদ্রা—বামহস্তের অঙ্গুষ্ঠ ওষ্ঠে সংযুক্ত করিয়া বামকনিষ্ঠা দক্ষিণহস্তে । অঙ্গুষ্ঠাতে সংলগ্ন করিবে, পরে দক্ষিণহস্তের অঙ্গুষ্ঠসংযুক্ত কনিষ্ঠাকে প্রসারিত করিয়া ত জনী, মধ্যম ও অনামিকা এই অঙ্গুলীত্রয়কে কিঞ্চিৎ সঙ্কুচিত করতঃ পরিচালিত করিবে, ইহাকে বেণুমুদ্রা বলে ॥ ১৪ ॥ শ্ৰীবৎসমুদ্রা—উন্নতহস্তের পৃষ্ঠদেশ বিপৰ্য্যস্তভাবে সংলগ্ন করিয়া দক্ষিণহস্তের মধ্যম ও অনামিকা বামহস্তের অঙ্গুষ্ঠদ্বারা বামহস্তের মধ্যম ও অনামিকাকে দক্ষিণহস্তের অঙ্গুষ্ঠস্বারা আবদ্ধ করিয়া, তর্জনীদ্বয়কে কনিষ্ঠামূলে সংস্থাপিত করিলে শ্ৰীবৎসমুদ্রা হয় ॥ ১৫ । কৌস্তুভমুদ্র-দক্ষিণহস্তের কনিষ্ঠ অঙ্গুলীকে দক্ষিণ-অনামিকার পৃষ্ঠদেশে সংলগ্ন করিয়ারাখিবে, পরে বামহস্তের কনিষ্ঠাদ্বারা দক্ষিণহস্তের তর্জনী আবদ্ধ করিয়া, বামহস্তের অনামিকা দক্ষিণহস্তের অঙ্গুষ্ঠযুলে সংলগ্ন করিবে এবং বামহস্তের অঙ্গুষ্ঠ ও মধ্যম সরলভাবে সঙ্কোচিত করিয়া অপর চারি অঙ্গুলী পরস্পর অগ্রভাগে সংযুক্ত করিলে তাহাকে কৌস্তুভমুদ্রা বলে ॥১৬ ॥. বনমালামুদ্রা—উভয়হস্তের অঙ্গুষ্ঠ ও তর্জনী পৃথকৃ’ পৃথক্ সংযুক্ত করিয়া কণ্ঠ হইতে পাদ পৰ্য্যন্ত স্পর্শ করিয়া করম্বয় মালাবৎ করিলেই বনমালামুদ্রা হয় | ১৭ { վն জ্ঞানমুদ্রা—দক্ষিণহস্তের অঙ্গুষ্ঠ ও তর্জনীর অগ্রভাগ সংযুক্ত করিয়া ইদয় প্রদেশে বিন্যস্ত করিবে এবং বাম হস্ত বামজামুর উপর স্থাপন করিলে জ্ঞানমুদ্র। ইয়"। ১৮ }