পাতা:পুরোহিত-দর্পণ.djvu/৭২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*— পুরোহিত-দৰ্পণ । ১ম খণ্ড t மு হোমবিধি । পৌরাণিক পূজাদিতে পৌরাণিক বিধানে, তান্ত্রিক, ক্রিয়া বা দেবপূজাদিতে তান্ত্রিকবিধানে এবং বিবাহদি সংস্কার ও ব্রতপ্রতিষ্ঠাকার্ঘ্যে বৈদিক বিধানে হোম করিতে হয় । হোমের কাষ্ঠ । আম্রকাষ্ঠ, ক্ষীরিবৃক্ষের কাষ্ঠ, বকুল, চম্পক, নাগকেশর প্রভৃতি পুষ্পবৃক্ষের কাষ্ঠে হোম করিলে । ব্রাহ্মণগণ বিশ্ববৃক্ষের কাষ্ঠেই হোম করিবেন, ইহাই ব্রাহ্মণগণের পক্ষে স্বপ্রশস্ত । কোন কোন তান্ত্রিক ক্রিয়ায় কুলকাষ্ঠ দ্বারা হোম বিহিত হইয়াছে। ভিজা, অসার, অমরসবিশিষ্ট বা কণ্টক পূর্ণ কাষ্ঠাদিতে হোম করিবে না । পরিমাণজ্ঞান । পরিমাণের কথা উল্লেখ থাকিলে, সেস্থলে যজমানের হস্তাদিব মাপ লক্টয়া হোমকার্য্য করিতে হইলে । পুরোহিভের হাতের মাপ লইলেও চলিতে পারে। দ্বাদশ অঙ্গুলি মাপকে প্রাদেশ প্রমাণ বলে । দক্ষিণহস্ত কনিষ্ঠাঙ্গুলি ভিন্ন মুষ্টিবদ্ধ করিয়া ক্যুই হইতে কনিষ্ঠাঙ্গুলির অগ্রভাগকে “অরতুি" বলে । অঙ্গুলির মাপ উক্ত হইলে অঙ্গুষ্ঠার অধোভাগ দ্বারা মাপিতে হয়। হোমাদি কার্য্যে মাপের অবিশুক হইলে অগ্ৰে কুশ মাপয়া লইয়া সেই কুশার দ্বারা স্থণ্ডিলাদি মাপিতে হয় । বেদী, স্থণ্ডিল ও কুণ্ড । বেদী,-একহস্ত পরিমিত উচ্চ, সমচতুষ্কোণ, দীর্থে প্রস্থে চারিহস্ত, পূৰ্ব্ব ও উত্তরভাগ কিঞ্চিৎ নিম্ন এবং উৰ্দ্ধদেশে চন্দ্ৰণতপাদি অাচ্ছাদিত গোময়াদিতে পরিলিপ্ত পৰিস্কত্ব ও পবিত্র স্থানকে বেদী বলে । স্থণ্ডিল,—কেশ-তুষাঙ্গারাদিরহিত সম-চতুর্হস্তপরিমিত বালুকা-ব্যাপ্ত স্থানকে স্থণ্ডিল বলে । 鄭 কুণ্ড,—ভূমিতে মেখলাযোনি-আদিবিশিষ্ট মনোহর গর্তের নাম কুণ্ড । তন্ত্রে আট প্রকার কুণ্ডের উল্লেখ আছে, যখ-চতুরঙ্গকুও, যোনিকুণ্ড, অৰ্দ্ধচন্দ্রকুণ্ড, ব্র্যম্রকুণ্ড, বর্ভূলকুও, ষড়ম্রকুণ্ড, পদ্মকুণ্ড ও অষ্টাত্মকুণ্ড । চতুরত্র কুণ্ডেই প্রায় সমস্ত কাৰ্য্য সম্পন্ন হয়—দেবপূজার হোমাদিতে এই কুণ্ডই প্রশস্তু। চতুর্দিকে একহস্ত পরিমিত ভূমিতে কুশাপাত করিয়া সমচতুরস্ররূপে খমিত কুণ্ডের মামই চতুরস্ৰকুণ্ড : '