পাতা:পুরোহিত-দর্পণ.djvu/৭৪৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8제f 한 1 শ্রাদ্ধকাণ্ড । క{s' ব্রাহ্মণ্যাবিচ্ছেদ কামমায় সংকল্প করিয়া প্রাতঃসন্ধ্যা বন্দনাদি করতঃ শ্ৰাদ্ধকাৰ্য্য করিবে। অন্যদিনে উদ্যস্ত নাম পৰ্ব্বতে সাবিত্রী সমীপস্থ সমুদিত তীর্থে কুলশত স্বর্গ কামনায় মধ্যাহ্ন সন্ধ্যা তৰ্পণ শ্ৰাদ্ধাদি করিবে । এবং সায়াহ্নে সরস্বতীতে কুলসহস্র মুক্তি কামনায় স্বান ও সন্ধ্যা করিবে। পরে শিলাতে, লেলিহানে, ভারতাশ্রমে, মুণ্ডপৃষ্ঠে গদাধর-সমীপে, আকাশ গঙ্গায় ও গিরিকর্ণ মুখে কুলশত ব্ৰহ্মলোক গমন কামনায় শ্রাদ্ধ বা পিণ্ডদান করিবে । এবং বৈতরণীত্তে একবিংশতি কুলোদ্ধারণ কামনায় স্নান ভূপণ ও শ্রাদ্ধাদি করিবে । এই বৈতরণীতে বৈতরণী দান-বিধিক্রমে গোদান করিয়া “ওঁ যা সা বৈতরণী নাম নদী ত্ৰৈলোক্য-বিশ্রুতা। সা মে তীর্ণ মহাভাগ৷ পিতৃণাং তারণায় বৈ ।” ইহ পাঠ করিয়া বৈতরণী জলে সস্তরণ করিবে । _ দেবনদীতে, গোপ্রচারে, ঘৃতকুল্যাতে, গদ্যলোলে, কোটীতীর্থে ও রুক্মিণীকুণ্ডে পিতার স্বৰ্গকামনায় এবং পিতার তারণ কামনায় মার্কণ্ডেয়েশ্বর কোটশ্বরকে প্রণাম করিয়া পিতামহসন্নিহিত পারিজাত বনস্থ পাণ্ডুশিলাতে পিত্রাদির অক্ষয় তৃপ্তি কামনায় শ্রাদ্ধ বা পিণ্ডদান করিবে । অশ্বমেধ ফল কামনায় মধুত্রবাতে স্বান ও তর্পণ করিয়া কুল-সহস্রের নরক-উদ্ধারণ পূৰ্ব্বক বিষ্ণুপুর নয়নকামনায় শ্রাদ্ধ করিবে । দশাশ্বমেধে, হংসতীর্থে, মহানদীতে ও মধুকুণ্ডে মুক্তিকামনায় স্বান ও পিতৃ-প্রতি-কামনায় তৰ্পণ ও শ্রাদ্ধ করিবে । সঙ্গমে ও তারকেশ্ববে প্রণামে পিত্রাদির স্বৰ্গ লাভ হয় । অশ্বমেধ-ফল-কামনায় গয়াকুপে শ্ৰাদ্ধ করিবে । পিতৃ-সন্তারণ কামনায় ভষ্ম-কুপে ভস্ম দ্বারা স্বান, মহাকালীসমীপে একবিংশতিকুল-স্বর্গ কামনায় শ্রাদ্ধ করিবে । গৃএ বটে উত্তরস্থ বশিষ্ঠ তীর্থে অশ্বমেধ ফলকামনায় স্নান ও বশিষ্ঠকে প্রণাম, ধেভুকারণ্য-জলাশয়ে স্বান করিয়া কামধেনুকে প্রণাম করতঃ জনকের ব্রহ্মলোক নয়নকামনায় শ্রাদ্ধ, কর্দমালে, গয়ানাভিতে ও মুণ্ডপৃষ্ঠসমীপে জনকের স্বর্গ কামনায় স্নান ও শ্রাদ্ধ করিয়া, চণ্ডিকা, ফন্তু, চণ্ডীশ ও মঙ্গলাদিগ্রহকে প্রণাম করবে। গয়াগজে, গয়াদিত্যে, গায়ত্রীতে, গদাধর সমীপে, গয়াতে ও গয়াশিরে মুক্তি কামনায় পিওপূজা ও শ্রাদ্ধাদি করিবে। গয়াতে আদি গদাধরকে ধ্যান করতঃ পিত্রাদির কুল-শত-নরক-উদ্ধারণ পূর্বক ব্ৰহ্মলোক-নয়ন কামনায় শ্ৰাদ্ধ বা পিণ্ডদান কৰ্ত্তব্য । ভক্ষ-কুটস্থ জনাৰ্দ্দনকে প্রণাম করিয়া তাহার সমীপে বাম জাকু পাতিত করিয়া স্ট্রীয় বিষ্ণুলোক-গমন কামনায় পিত্রাদির শ্ৰাদ্ধ করিয়া জনাৰ্দ্দনকে যথাশক্তি উপচারে পুজা করতঃ দধিযুক্ত গুণ্ডুগের